আইনশৃঙ্খলা
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় একটি ফ্ল্যাটে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
আটকরা হলেন- মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে ১৩ জনের একটি দল একটি মাইক্রোবাসে করে খুলশীর ৩ নম্বর রোডের একটি বহুতল ভবনে যায়। ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেয় তারা।
এরপর ভবনের নিরাপত্তাকর্মীদের হাত-পা ও চোখ বেঁধে আটকে রেখে তারা ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় না থাকায় দলটি দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং জিনিসপত্র তছনছ করে। ভবনের অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ১১ জনকে আটক করে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গিয়াস উদ্দিনের ভাই জালাল উদ্দিন আনসারী জানান, ঘটনার সময় তার ভাইয়ের পরিবারের কেউ বাসায় ছিলেন না। তারা বাইরে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে দলটি দরজা ভেঙে বাসায় প্রবেশ করে ও সবকিছু তছনছ করে।
সিএমপির উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
আরও: রাজধানীর মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী আটক
৩৩৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মেহেদী ওরফে মেহেদী (২৮), মো. মাঈনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মঈন আলী (২০), আহম্মেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চানু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
এদের মধ্যে ডাকাতি মামলার আসামি ছিলেন মেহেদী। তিনি দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
৩৩৮ দিন আগে
বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান-উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
৩৩৯ দিন আগে
ব্যাটারিচালিত রিকশার মালিকানায় নতুন নীতিমালা
ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, 'প্রস্তাবিত নির্দেশনায় কোনো ব্যক্তি একটির বেশি ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।’ এই নীতিমালার মূল কথাই হলো চালকদের রিকশার মালিক হতে হবে।
এসব যানবাহনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, 'ব্যাটারিচালিত রিকশা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও নানা সমস্যার সৃষ্টি করেছে। আমাদের সম্মিলিতভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।’
প্রধান সড়ক ও বাস রুট পরিহার করে এসব রিকশা যাতে চালানো যায়, মালিক ও চালকদের প্রতি সেই আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
মেট্রোপলিটন এলাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশকারী ব্যাটারিচালিত রিকশা ঠেকাতে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
বৈঠকে পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, 'কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। মালিক-শ্রমিক কাউকেই চাঁদার টাকা দিতে হবে না। এ ধরনের টাকা দাবি করলে নিকটস্থ থানা বা ফাঁড়িতে অভিযোগ করুন।’
রিকশা মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেন এবং তা সমাধানে ডিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: ঢাকায় রিকশার ব্যাপক বিশৃঙ্খলা, কর্তৃপক্ষ নীরব
৩৩৯ দিন আগে
জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, আছে ভিনদেশের নাগরিকত্ব
বিতর্কিত ও বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ট্যাক্স হেভেন খ্যাত এন্টিগুয়া অ্যান্ড বার্বুডা নামক দেশের নাগরিকত্ব গ্রহণসহ দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়োর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
এছাড়া ৫ বছর মেয়াদি বন্ডে প্রায় সাড়ে ১৩ লাখ মার্কিন ডলারের বিনিয়োগও রয়েছে জিয়াউলের।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তলে ধরেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) ও তার স্ত্রী নুসরাত জাহানের নামে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একাদশ জাতীয় নির্বাচনে ‘কারচুপি’ তদন্ত করবে দুদক
৩৩৯ দিন আগে
১৬ বছর পর জামিনে মুক্ত তিন শতাধিক বিডিআর সদস্য
ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) তিন শতাধিক সদস্য ১৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিরা বের হতে শুরু করেন।
এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৭৮ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১২৬ জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের জামিন মঞ্জুর করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে অস্থায়ীভাবে আদালত স্থাপন করা হয়।
মঙ্গলবার কারা কর্তৃপক্ষ জামিন পাওয়া আসামিদের তালিকা প্রকাশ করেছে।
বুধবার(২২ জানুয়ারি) বন্দিদের মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দুই কারাগারে পাঠানো হয়েছে।
জেলার এ কে এম মাসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ১৭৮ জন বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। বাকিদের পরে ছেড়ে দেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৩৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে।
এসময় স্বজনরা মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যদের কারা ফটকে তাদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি খাওয়ান।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন: ফজলুর রহমান
অনেককে তাদের প্রিয়জনদের সঙ্গে সাক্ষাতে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
২০১৩ সালের ৫ নভেম্বর একটি হত্যা মামলায় ১৫০ জন বিডিআর সদস্য ও দুই বেসামরিক নাগরিককে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।
২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের পর সরকার বিদ্রোহ কবলিত আধাসামরিক বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করে। একই সঙ্গে বাহিনীর পোশাকেও আনা হয় পরিবর্তন।
আরও পড়ুন: কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার
৩৩৯ দিন আগে
অপ্রয়োজনীয় হর্ন না বাজানোর আহ্বান ডিএমপির
ঢাকা মহনগরী এলাকায় যানবাহনের চালকদের অযাচিত হর্ন বাজানো পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২২ জানুয়ারি) কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ বিধান অনুসরণের অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে স্কুল, কলেজ, হাসপাতাল, বিমানবন্দর ক্রসিং এলাকায় হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, নির্দেশনা পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
৩৪০ দিন আগে
হবিগঞ্জের সাবেক এমপি ও তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ
হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির ও তার পরিবারের নামে সাড়ে ১০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ ক্রোক (জব্দ) ও হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
আদালতে দেওয়া অভিযোগে বলা হয়, আবু জাহির ও তার পরিবারের সদস্যরা নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ভূমি দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া দুদক হবিগঞ্জ জেলা কার্যালয় অনুসন্ধান করেছে বলে আবেদনে বলা হয়।
আবু জাহিরের নামে ঢাকার গুলশানে অ্যাপার্টমেন্ট ও হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় বাসাসহ ৯টি স্থাবর সম্পত্তির অর্জন মূল্য দেখানো হয়েছে তিন কোটি ১১ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। স্ত্রী আলেয়া আক্তারের নামে ৯৯ লাখ ১০ হাজার ১০০ টাকা, ছেলে ইফাত জামিলের নামে ৫৯ লাখ ৭৭ হাজার ৩০০ ও মেয়ে আরিফা আক্তার মুক্তির ৬ লাখ ৫০ হাজার ১০০ টাকার সম্পদ রয়েছে। এছাড়া ভাই বদরুল আলমের নামে রয়েছে ২ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২২১ টাকার সম্পদ। এছাড়া আবু জাহিরের ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৭০৬ টাকা মূল্যের একটি জিপ ও একটি প্রাইভেট কার রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসেবে মেয়ে মুক্তির নামে ১৪ লাখ ৫৯ হাজার ৬৬২ টাকা, আবু জাহির ও ভাই আল আমিনের যৌথ নামে ২৬ লাখ ১১ হাজার ১১৪ টাকা ও আল আমিনের নামে ২৫ লাখ টাকা জমা রয়েছে।
শেয়ার বাজারে ছেলে ইফাত জামিলের ৫ লাখ ৯৯ হাজার ৩৩ টাকা, মেয়ে মুক্তির ১ লাখ ৫৮ হাজার ৮২৩ টাকার বিনিয়োগ রয়েছে।
আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে (বর্তমান মেট লাইফ) আবু জাহিরের ১৯ লাখ ২০ হাজার, স্ত্রী আলেয়া আক্তারের ১৮ লাখ ৯৩ হাজার ৮৮ টাকা, ছেলে ইফাত জামিলের ৩৩ লাখ ১৯ হাজার ৩৭৪ টাকা ও ভাই বদরুলের নামে ১৮ লাখ ১৩ হাজার ৫৮৮ টাকার বিমা রয়েছে।
আরও পড়ুন: এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ১৬টি সম্পত্তি জব্দের আদেশ
দুদক আদালতকে জানিয়েছে যে, আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে ১৯ স্থাবর ২টি যানবাহন ৪টি ব্যাংক হিসাব, ২টি শেয়ার একাউন্ট ৯টি বীমা পলিসি ১৭টি অস্থাবর সম্পতি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা বেহাত করার অপচেষ্টয় লিপ্ত বলে গোপন সূত্রে খবর পেয়েছে। অভিযোগ নিস্পত্তির আগে বর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা জরুরি।
দুদকের হবিগঞ্জের পিপি শামসুল হক আবু জাহিরের সম্পদ ক্রোক ও জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশের বিষয়টি নিশ্চিত করছেন।
৩৪০ দিন আগে
সম্পদ বাজেয়াপ্ত করে যশোরের শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানাসহ তার ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) বিশেষ জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাদের আদালত এই রায় দেন।
দুর্নীতি দমন কমিশন জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ শাহীনের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ। দুদকের তদন্তে প্রমাণিত হয়, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর অসামঞ্জস্য।
আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
শাহীনের সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়, তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। দুদকের তদন্তে উঠে আসে, তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
২০০৯ সালের ৫ জানুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়।
রায়ের দিন তিনি আদালতে ছিলেন না। আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদির।
৩৪০ দিন আগে
প্রকাশ্যে গুলি করা সেই আ.লীগ নেতা ৭ দিনের রিমান্ডে
ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। সাভারের রাজাসনে আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য।
গত ৫ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাসেল। এ ঘটনায় তার বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
এ ছাড়াও সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
আরও পড়ুন: স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
রবিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল সুজনকে গ্রেপ্তার করে।
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে ছাত্র-জনতার ওপর অনবরত গুলিবর্ষণ করতে দেখা যায়।
৩৪০ দিন আগে