আইনশৃঙ্খলা
কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া
২০১৫ সালে কুমিল্লায় চৌদ্দগ্রাম থানায় করা নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (২১ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন তাকে অব্যাহতি দিলেও বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো মামলায় আরও ৬ জনের সাক্ষ্য
কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কায়মুল হক রিংকু জানান, ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুলে ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় নাশকতার মামলা করা হয়।
পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটিতে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া মামলার ৩২ নম্বর আসামি।
তিনি জানান, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে মামলাটি করা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
এছাড়া এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও অভিযোগপত্রে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩৪০ দিন আগে
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান বাড়ানোর নির্দেশ দিলেন আইজিপি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বাড়াতে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। এ সময়ে পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: অপরাধ নিয়ন্ত্রণের কোনো ম্যাজিক নেই, পুলিশ কাজ করছে: আইজিপি
সভায় জানানো হয়েছে, বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার পুলিশ ও তাদের পরিবারের সদস্য চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রতিদিন গড়ে দেড় হাজার পুলিশ সদস্য প্যাথলজিক্যাল রিপোর্ট গ্রহণ করেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
৩৪১ দিন আগে
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের চার বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগে শাহজাহান ফজলুর নামের এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৬ জানুয়ারি বিকালে ওই ঘটনা ঘটে। সেদিন বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলছিল শিশুটি। এ সময় বিষয়টি তার সামনে পড়ায় রেগে তাকে পাশের পুকুরে ছুড়ে ফেলেন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সেদিন রাতেই আহত শিশুর মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। তারপর থেকে আত্মগোপনে ছিলেন শাহজাহান ফজলুর রহমান।
তবে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর আজ (মঙ্গলবার) আদালতে তুললে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান বিচারক।
শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়েল কলেজ অব টেকনোলজির শিক্ষক। আর আহত শিশু মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদিপ্রবাসী নজির আহমেদের মেয়ে।
৩৪১ দিন আগে
মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে একজন দালাল, দুজন বাংলাদেশি ও ১৯ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (মঙ্গলবার) ভোরে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই এলাকার কয়েকটি ঘর থেকে এক দালালসহ দুই বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গাসহ মোট ১৯ জনকে আটক করে নৌবাহিনী।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
৩৪১ দিন আগে
ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জানুয়ারি) ভোরের দিকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ওই নারীকে আটক করা হয়।
আটক ওই নারীর নাম ইসলাম। তিনি আবদেল রহিমের মেয়ে ও মোহাম্মদ হামদের স্ত্রী। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি ভারতে কিছুদিন অবস্থান করে আজ (সোমবার) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর থেকে ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে তার ব্যবহ্নত মোবাইল ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় ৩০ রুপি ও ব্যবহৃত কাপড় পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, একই এলাকা থেকে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।
৩৪২ দিন আগে
রাষ্ট্রপতির দণ্ড মওকুফ নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
কোনো নীতিমালা ছাড়াই সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতির এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হাইকোর্টের আদেশ স্থগিত
পাশপাশি সংবিধানের এই বিধান প্রয়োগে নীতিমালা প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি, অসাংবিধানিক এবং সংবিধানের ৭, ২৭ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, জানতে রুল জারির আরজি জানানো হয়েছে রিটে।
সোমবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্র সচিব, পার্লামেন্ট সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বলা আছে, ‘কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে।
রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার এই ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে, কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন, তার কোনো নীতিমালা নেই, যা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আরও পড়ুন: আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখতে কমিটি গঠনের আদেশ হাইকোর্টের
ইতোমধ্যেই এই ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছেন। যার মধ্যে সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ, আসলাম ফকির অন্যতম। রাজনৈতিক বিবেচনায় অনেক সময় দণ্ডিতদের সাজা মওকুফ করতে দেখা গেছে, যা ক্ষমতার অপব্যবহার।
অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, বছরের পর বছর রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার হয়েছে। বিগত সরকারের আমলে রাষ্ট্রপতি ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করেছেন। এর ফলে, সাধারণ জনমনে ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কার তৈরি হয়। ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে। এই ক্ষমতার অপব্যবহার রোধে, নীতিমালা প্রণয়ন করা আবশ্যক।
৩৪২ দিন আগে
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায়, তার স্ত্রী খুশি রায় ও ছেলে প্রানাভি রায়। এছাড়া কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায়, তার স্ত্রী চন্দনা রাণী রায়, ছেলে শ্রী সমর রায় ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড় বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায়।
সোমবার (২০ জুলাই) দুপুরে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
৩৪২ দিন আগে
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন মামুন
অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার শাহ মো. সাব্বির হামজা।
সাব্বির হামজা মামুনের খালাসের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
২০০৭ সালের ৩০ জানুয়ারি মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে। মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: তারেক রহমান-মামুনের ৭ বছরের দণ্ডের কার্যকারিতা স্থগিত
মামুনকে গ্রেপ্তারের পর ২০০৭ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। একই বছরের ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা করেন মামুন। ওই আপিলের শুনানি নিয়ে আজ এই রায় ঘোষণা করেন হাইকোর্ট।
গত বছরের ৬ আগস্ট জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।
৩৪২ দিন আগে
সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান জানান, সোমবার (২০ জানুয়ারি) ঢাকার মনসুরাবাদ হাউজিং সোসাইটি থেকে ড. মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মোস্তফা জালাল মহিউদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানান ডিএমপির উপ-কমিশনার তালেবুর রহমান।
৩৪৩ দিন আগে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক কমলেশ মন্ডল আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-ভাঙচুর
দুদকের আবেদনে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী অসৎ উদ্দেশ্য অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। তা ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ ও ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করে।
মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর করে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথি জব্দের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
৩৪৩ দিন আগে