আইনশৃঙ্খলা
অপহরণের ১০ ঘণ্টা পর ছাড়া পেলেন ঢামেক হাসপাতালের চিকিৎসক
গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আমিনুর রহমান (৪০) নামের ওই চিকিৎসক ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে কর্মরত। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা, ক্রেডিট কার্ড, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়।
আমিনুরের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টনের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে আমিনুর শ্রীপুর উপজেলার মাওনা মোড়ের একটি ক্লিনিকে চিকিৎসাসেবা দিতে যান। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে তার স্ত্রীকে ফোন করে অপহরণের কথা জানানো হয়।
তিনি জানান, অপহরণকারীরা তার মুক্তির জন্য দুই লাখ টাকা দাবি করে। এমনকি, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে মারধরও করা হয়।
পরে ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করে থানায় অভিযোগ করেন।
এরপর পরিবারের সদস্যরা অপহরণকারীদের ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযোগ পেয়ে পুলিশ ভুক্তভোগীর মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযানে যায়। তবে এরইমধ্যে তিনি বাসায় ফিরে আসেন।
মুক্তিপণ হিসেবে কোনো টাকা দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩৫০ দিন আগে
বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ
আগামী সাতদিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ইতোপূর্বে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
মনজিল মোরসেদ জানান, ঢাকার বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১৯ সালে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে শহর ও তার আশপাশের এলাকার বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেন। পরে এ বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হলে আদালত ৯ দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের নির্দেশ দেন।
নির্দেশনাগুলো হলো-
১. ঢাকা শহরে মাটি/বালি/বর্জ্য পরিবহনকারী ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা।
২. নির্মাণাধীন এলাকায় মাটি/বালু/সিমেন্ট/পাথর/নির্মাণ সামগ্রী ঢেকে রাখা।
৩. সিটি করপোরেশনের মাধ্যমে রাস্তায় পানি ছিটানো।
৪. রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোঁড়াখুঁড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা।
৫. কালো ধোঁয়া নিঃসরণকৃত গাড়ি জব্দ করা।
৬. সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়ার সময়সীমার পরে ওই গাড়ি চলাচল বন্ধ করা।
৭. অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা।
৮. পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতীত চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা।
৯. মার্কেট/দোকানগুলোতে প্রতিদিনের বর্জ্য ব্যাগ ভরে রাখা ও অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ গ্রহণ করা।
আরও পড়ুন: বায়ু দূষণ: ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের নির্দেশ
অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, আদালতের এমন নির্দেশনা থাকার পরেও কর্তৃপক্ষ অতিসামান্য ব্যবস্থা গ্রহণ করায় এবং অধিকাংশ নির্দেশনা পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।
তবে কর্তৃপক্ষ ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করায় ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এবং পরে নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়ন না থাকায় ঢাকা আবারও বায়ু দূষণের শীর্ষ শহরে পরিণত হয়েছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদ নজরে এলে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন চেয়ে একটি আবেদন করা হয়। শুনানিতে আদালত বর্তমানের বায়ুদূষণ পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।
এছাড়া শুনানি শেষে আদালত আদেশ দেন যে, আগামী সাতদিনের মধ্যে বিবাদীরা বায়ুদূষণ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা গ্রহণ করবে এবং ৯ দফা নির্দেশনা বাস্তবায়িত করে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান মনজিল মোরসেদ।
আরও পড়ুন: দূষিত বাতাস নিয়ে বিশ্বে ‘দ্বিতীয়’ শহর ঢাকা
৩৫১ দিন আগে
রাজধানীর ধানমন্ডিতে ১৫৯ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৩
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি জুয়েলারি দোকান থেকে ৫০ ভরি চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়।
নাসিরুল বলেন, গত ৩ জানুয়ারি ডাকাত চক্রের সদস্যরা দোকানের শাটার কেটে ঢুকে মাত্র ৮ মিনিটের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্তদের চিহ্নিত করেন।
নাসিরুল নিশ্চিত করেন, এই অপরাধের সঙ্গে ৮ থেকে ৯ জন জড়িত ছিল। বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩৫১ দিন আগে
পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো ওই থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘শাহ আলম যাতে বিমানবন্দর, স্থলবন্দরসহ যেকোনো সীমান্ত পয়েন্ট দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য আমরা সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছি।’
তিনি জানান, শাহ আলমকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেশে প্রবেশ ও প্রস্থানের সমস্ত পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কীভাবে তিনি পালিয়ে গেলেন তা জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার জন্য তাকে উত্তরা পূর্ব থানায় আনা হলেও ওইদিন দুপুরে তিনি কৌশলে পালিয়ে যান।
সাবেক এই ওসির বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আন্দোলন চলাকালে হয়রানি, মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
৩৫২ দিন আগে
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
তিনি বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এ মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট বিকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে ওইদিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
এ ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়।
মামলার নামীয় আসামি হিসেবে বুধবার রাতে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের একটি দল।
৩৫৩ দিন আগে
শামীম ওসমানসহ ৫৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে।
মামলার প্রধান আসামিদের মধ্যে অন্যতম— নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান। এছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।
আরও পড়ুন: সাবেক এমপি নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মো. আবুল হোসেন তালুকদার নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (৮ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাং রোডের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সেসময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বাঁ পাশ ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
৩৫৩ দিন আগে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআইয়ের আপত্তির পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৯টার দিকে লন্ডন যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নিপুণকে অফলোড করে ফেরত পাঠায়। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
৩৫৩ দিন আগে
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আটক
অবৈধভাবে পঞ্চগড়ের মীরগড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ফাইম নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩টি ১০০ ডলারের নোট, ৪ হাজার ৭২০ ভারতীয় রুপির বিভিন্ন নোট ও ৩৪৫ চীনা ইউয়ান জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মোট মূল্য ৫৫ হাজার ৮৮৮ টাকা। একইসঙ্গে তার কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব-পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক ফাইম সাইদ আহমেদ রাজধানীর রায়েরবাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিজিবি জানায়, আমতলী এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন ফাইম। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।’
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
৩৫৩ দিন আগে
তিন দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সাত দিনের রিমান্ড চেয়ে গাজীকে আদালতে হাজির করা হলে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তিন দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আরও পড়ুন: আবারও ৪ দিনের রিমান্ডে ইনু
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে আদালতের আদেশে তিন দিনের জন্য রিমান্ডে পেয়েছে।
৩৫৩ দিন আগে
সাবেক এমপি নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির অভিযোগে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই তথ্য জানানো হয়।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন (প্রতিরোধ) সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে কমিশন।
তাদের বিরুদ্ধে ৩ হাজার ১৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: কৃষি যন্ত্রপাতি ও মেশিন আমদানির চেয়ে বেশি বিতরণ দেখানো হয়েছে: দুদক
৩৫৩ দিন আগে