শিক্ষা
কুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে কুয়েট ও আশপাশের এলাকা থমথমে অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’; ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’; ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ এই স্লোগান দিতে দিতে কুয়েটের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
আরও পড়ুন: কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত চারটি অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে পালাটাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’
৩১৩ দিন আগে
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে’; ‘টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা’; ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’; ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’; ‘চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা’; ‘ছাত্রদল হামলা করে, ইন্টিরিম কি করে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস।
সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র নাহিদ হাসান ইমন বলেন, ‘দেশের কোনো একটি রাজনৈতিক দলকে মসনদে বসানোর জন্য দেশের জনগণ আন্দোলন বা গণঅভ্যুত্থান করেনি। আমরা কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আমরা বিএনপি এবং ছাত্রদলকে অনুরোধ করছি, তারা যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়। যদি তারা তেমন করে, তবে তাদেরও আওয়ামী লীগের মতোই পরিণতি হবে।’
আরও পড়ুন: কুয়েটের ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে তিনজনের সাজা
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ’আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা করে কেউ পার পাবে না। আমরা ছাত্রদলকে বলে দিতে চাই, আপনারা জুলাইকে ভুলে যাবার চেষ্টা করবেন না। আপনারা জুলাইকে ধারণ করুন। আপনারাও আমাদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছেন। আপনারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলে হাসিনার মতোই অবস্থা হবে আপনাদের।’
সমাবেশে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘আজকে কুয়েটে যখন আমার ভাইদেরকে হামলা করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কুয়েটে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি লোভী রাজনৈতিক দল দেশের মানুষকে নিয়ে বিভ্রান্তির রাজনীতি করছে। আমরা আপনাদের বলে দিতে চাই, সাত মাস আগে স্বৈরাচারকে হটাতে আমাদের বেশি সময় লাগেনি, আপনারা যদি এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা অব্যাহত রাখেন তাহলে আপনাদেরকেও ক্যাম্পাস থেকে বিতারিত করতে আমাদের সময় লাগবে না।’
৩১৩ দিন আগে
সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান ইউজিসির
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব বিষয়ে একটি অফিস নোট অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার: সিনিয়র সচিব
কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সর্বসাধারণের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হচ্ছে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে [email protected] (ইমেইল আইডিতে) নাম প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে বলে অফিস নোটে উল্লেখ করা হয়েছে।
৩১৩ দিন আগে
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ: ক্যাম্পাস রোডশো শুরু
হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রোডশো শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন করা এই প্রতিযোগিতার লক্ষ্য।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোডশোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। রোডশোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগ সম্পর্কে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
চলতি বছরের মার্চ পর্যন্ত এই রোডশো অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটির উদ্বোধন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তীতে চীনে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি জ্ঞান ও দক্ষতা-ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রতি বছর বিভিন্ন দেশের বিজয়ীরা এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে, বিশ্বব্যাপী ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।
৩১৩ দিন আগে
জাবির ‘সি’ ইউনিটে প্রথম হলেন মাদ্রাসা ছাত্র লাবিব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে ছেলেদের সমন্বিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মাদ্রাসা ছাত্র লাবিব হাসান রিদওয়ান। জাবিতে প্রথমবার কোনো মাদ্রাসা ছাত্র হিসেবে এই সাফল্য অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
প্রথম স্থান অর্জনকারী ওই শিক্ষার্থী নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা রাকিব উদ্দিনের সন্তান। রাকিব উদ্দিন উপজেলার হীরাপুর আলিম মাদরাসার আরবি বিষয়ের একজন প্রভাষক এবং তার মা কামরুন নাহার স্থানীয় একজন হোমিও চিকিৎসক।
আরও পড়ুন: স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব জাবি উপাচার্যের
লাবিব নোয়াখালীর চাটখিল উপজেলার দারুল আরকাম দাখিল মাদরাসা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে দাখিল ও রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন।
এ বিষয়ে লাবিব নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে আমার মা-বাবা আমাকে অনেক হেল্প করেছেন, সাহস জুগিয়েছেন। শিক্ষকরাও আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন।’
এর আগে, এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) 'বি' ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে।
উল্লেখ্য, এবছর ছয়টি ইউনিটে মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়াই করেছেন।
৩১৪ দিন আগে
রাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সাময়িক বরখাস্ত দুই শিক্ষককে চূড়ান্ত শাস্তি দিতে কমিটি গঠন হয়েছে। এছাড়া সাবেক এক শিক্ষার্থীর ছাত্রত্ব বহাল, এক শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার ও তিন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে আনীত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বহাল রাখা হয়েছে।
এই দুই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর আইনের ৫৫ (৩) ধারা অনুযায়ী চূড়ান্ত শাস্তি দিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলামের স্নাতকোত্তরের নিবন্ধন বাতিলের মাধ্যমে ছাত্রত্ব বাতিলের বিষয়ে গঠিত রিভিউ কমিটির প্রতিবেদন বিবেচনা করে তার ছাত্রত্ব পুনর্বহাল ও তার পরীক্ষার অপ্রকাশিত ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৪৬১তম সভায় রফিকুলের ছাত্রত্ব বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন: অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত এনবিআর কমিশনার মাহবুবুর
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শামসুল আলম সরকারের প্রসঙ্গে ৪৬১তম সিন্ডিকেট সভার ১৩৭ নম্বর সিদ্ধান্ত বিষয়ে গঠিত রিভিউ কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
অধ্যাপক মো. শামসুল আলম সরকার কুটকৌশলের কারণে বিনা অপরাধে সাজা ভোগ করেছেন প্রমাণিত হওয়ায় একই বিভাগের শিক্ষক আব্দুল হক, আলী আকবর ও আশরাফুজ্জামান খানকে আগামী পাঁচ বছর পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সিদ্ধান্তে অধ্যাপক মো. শামসুল আলম সরকার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, মানসিকভাবে বিপর্যস্ত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিন্ডিকেট তার প্রতি গভীর সমবেদনা জানায়।
৩১৪ দিন আগে
বাকৃবিতে ৬ শতাধিক কৃষি বিষয়ক নতুন গবেষণা উপস্থাপন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শতাধিক গবেষক পোস্টার ও মৌখিক আকারে ছয় শতাধিক কৃষিভিত্তিক গবেষণা উপস্থাপন করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষসহ কয়েকটি স্থানে পোস্টার ও মৌখিক উপস্থাপনাগুলো নেওয়া হয়।
বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) গবেষণা অগ্রগতির তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনে উপস্থাপনাগুলো সম্পন্ন হয়েছে।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, ‘১৯৮৪ সালে বাউরেস প্রতিষ্ঠার পর থেকে ৪ হাজার ৫৩৭টি গবেষণা প্রকল্পের কাজ সমাপ্ত করেছে ও ৬৭৪টি গবেষণা প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে ২৩টি টেকনিক্যাল সেশনে উপস্থাপিত হবে এবং তা থেকে পরবর্তী গবেষণার পরিকল্পনা করা হবে। পরবর্তীতে সেশনভিত্তিক বেস্ট ২১ জন উপস্থাপনকারীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।’
এছাড়া পোষ্টার সেশন মোট ৬ জনকে সেরা পোস্টার উপস্থাপনকারী হিসেবে পুরস্কৃত করা হবে বলেও জানান ড. মো. হাম্মাদুর রহমান।
সরজমিনে দেখা যায়, গবেষকরা কৃষিখাতে বিভিন্ন রকম নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছেন। কেউ কাজ করেছেন ডায়াবেটিস কমানোর বিভিন্ন পদ্ধতি ইঁদুরের ওপর প্রয়োগ করে; কেউ কাজ করছেন গবাদি পশু, দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নয়নে; বাজারে থেকে কিনে আনা মুরগি, ডিমের ক্ষতিকর প্রভাব নিয়ে; গবাদিপশুর বিভিন্ন রোগ নির্ণয় ও এর সমাধান; জৈব সারের মানোন্নয়ন ও উৎপাদন পদ্ধতি নিয়ে; ফসল উৎপাদনের বিভিন্ন সমস্যা ও নতুন নতুন উদ্ভাবন; মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদের অধিকতর ব্যবহার; কৃষি প্রযুক্তিতে উন্নয়ন; গ্রামীণ সমাজ ব্যবস্থায় কৃষি অর্থনীতির নানা দিক ইত্যাদি।
আরও পড়ুন: বাকৃবিতে গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালার উদ্বোধন
এ সময় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান বলেন, প্রাথমিক গবেষণায় বাজার থেকে আমরা যে পোল্ট্রি মুরগি কিনে আনি তাতে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কক্সিডিওস্ট্যাটও থাকে। এর প্রভাবে মানুষের লিভার, কিডনি, স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া কক্সিডিওস্ট্যাটও অতিরিক্ত শরীরে প্রবেশ করলে উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামানের তত্ত্বাবধানে নেপালি শিক্ষার্থী দীপেশ আরিয়াল ও আসমিতা ভূজেলের সহযোগিতায় প্রাথমিক গবেষণাটি সম্পন্ন হয়েছে।
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী কাজী ফারাহ তাসফিয়া বলেন, বাউরেসে আমার গবেষণা উপস্থাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি আমাকে বৈশ্বিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে আরও কার্যকর গবেষণার পথ সুগম করবে। আমি আশা করি, আমার কাজ কৃষি ও প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম সূক্ষ্মভাবে পরিচালনার জন্য ১৯৮৪ সনের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬১তম অধিবেশনে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অধ্যাদেশ’ অনুমোদন লাভ করে। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পরিচালিত প্রকল্প-গবেষণা কার্যক্রমের তদারকি, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের যাবতীয় দায়িত্ব বাউরেস পালন করে আসছে।
৩১৪ দিন আগে
ধর্ম উপদেষ্টার ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, (ইউএনবি)— ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এই বইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ইমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করে তিনি বইটিকে ডিজিটাল ফর্মেও প্রকাশের পরামর্শ দেন। ধর্মীয় কোনো বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটির সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে, সে বিষয়ে প্রকাশককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।
আরও পড়ুন: আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
সভাপতির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে—এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে।’
বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগুলো আরও বিশদভাবে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ, আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন প্রমুখ।
৩১৬ দিন আগে
ববি উপাচার্যের পদত্যাগ দাবি, কার্যালয়-বাসভবনে তালা দিল শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে তার কার্যালয় ও বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ববি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী ফ্যাসিস্ট রেজিস্ট্রারকে বহাল রেখেছেন উপাচার্য। এছাড়া উপাচার্য অনৈতিক সুবিধা নিতে পাতানো গোপন সিন্ডিকেট সভার আহ্বান করেছেন।
তারা বলছেন, ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংস হামলায় অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আগাম জামিন পাওয়াসহ আজও ক্যাম্পাসে তাদের নিষিদ্ধ করা হযনি। নিয়মবহির্ভূতভাবে দুইজন সিন্ডিকেট সদস্যকে বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে পাতানো গোপন সিন্ডিকেটের আয়োজন করা হয়েছে। আইন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের স্বপদে বহাল রেখে মূল পদে আনার কুচক্রী পাঁয়তারা চালানো হচ্ছে। ক্যাম্পাস অভ্যন্তরে সন্ত্রাসী ছাত্রলীগের অবাধ বিচরণ, মাদক সেবন ও ভাঙচুরের বিরুদ্ধে ববি প্রশাসন পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দেওয়া ২২ দফার কোনো প্রতিফলন গত ৬ মাসেও হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে উপাচার্যবিরোধী একটি আন্দোলন হয়েছিল। তখন ২২ দফা শর্ত দেওয়া হয়েছিল। সেই সময় উপাচার্য বলেছিলেন, তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথাই রাখেননি। তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা আর কোনো ব্যাখ্যা চাই না। আমাদের এক দফা দাবি পদত্যাগ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ববির পরিবেশ স্থিতিশীল রাখতে কাজ করেছি। ববির কার্যক্রম যখন সুষ্ঠুভাবে চলছে তখনই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নে অপতৎপরতা চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পর্কে অবগত নই। সব শিক্ষার্থীদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তারা এসে তাদের সুবিধা-অসুবিধার কথা অবগত করেন।
আরও পড়ুন: ছাত্রলীগের বিরুদ্ধে মামলা, একমঞ্চে জাবি ছাত্রদল-শিবির
৩১৮ দিন আগে
জাবি ছাত্রলীগের বিরুদ্ধে মামলা, একমঞ্চে ছাত্রদল-শিবির
২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেছে জাবি শাখা ছাত্রদল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় জাবি শাখা ছাত্রদলের পক্ষে মামলাটি করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান।
মামলায় ১ নম্বর আসামি করা হয় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং ২ নম্বর আসামি করা হয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে।
এছাড়াও সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি জোবায়ের রহমান, রতন বিশ্বাস, অভিষেক মন্ডল, মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, বিপ্লব হোসেন, আর রাফি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, ফরহাদ হোসেন, মেহেদী জয়সহ ১৭২ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গতবছর জুলাই-আগষ্ট বিপ্লবে ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় তাণ্ডব চালায় জাবি শাখা ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরা এবং শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ও তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা হয়। এর আগে বার বার জাবি প্রশাসনের কাছে দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের দাবির যথার্থতা বুঝতে পেরে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেলের প্রধান মো. আফফান আলী বলেন, গত বছর জুলাই বিপ্লবে একটি ন্যায়সঙ্গত আন্দোলনে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের উপর শাখা ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী এবং প্রশাসনের সম্মিলিত হামলায় রক্তাক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হামলাকারী এইসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে জাবি শাখা ছাত্রদল আপোষহীন। এজন্যই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা আশা করি আমাদের সঙ্গে অন্যান্যরাও এসে শরীক হবেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, ছাত্রলীগের বিরুদ্ধে জাবি শাখা ছাত্রদল একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জাবি শাখার নেতাসহ একাধিক শিক্ষার্থী মামলা করতে এসেছিলেন। কিন্তু কারো মামলা গ্রহণ করা হয়নি।
বিষয়টি স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান, কিছু সীমাবদ্ধতার কারণে তখন আমরা মামলা গ্রহণ করতে পারিনি, তবে এখন থেকে সবার মামলা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমবারের মতো জাবিতে একসঙ্গে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল এবং শাখা শিবিরের নেতারা।
উল্লেখ্য, ইতোপূর্বে জাকসু নির্বাচন কেন্দ্রীয় জাবি প্রশাসনের সঙ্গে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতবিনিময় সভা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে শিবির নেতারা উপস্থিত থাকায় শাখা ছাত্রদল সভাগুলো বর্জন করেছিল।
আরও পড়ুন: জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
৩১৮ দিন আগে