বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে
রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে যা আগামী কয়েক দিন থাকতে পারে।’
আরও পড়ুন: শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৭২৬
ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বাড়ায় শ্রমজীবী ও নদী ভাঙা মানুষজন দুর্ভোগে পড়েছেন। তাদের কাজে বের হতে কষ্ট হচ্ছে। প্রচণ্ড ঠাণ্ডায় বোরো জমিতে নামতে ভীষণ কষ্ট হচ্ছে কৃষকদের। শীতের কবলে দিনমজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ দুর্ভোগে রয়েছেন। নিম্ন আয়ের মানুষজন খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন হত দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা।
আরও পড়ুন: প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে কুড়িগ্রামের মানুষ
এদিকে, জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় ৩৫ জন ও নিউমোনিয়ায় ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু।
আরও পড়ুন: কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন
আবহাওয়া পরিস্থিতি:
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের বার্তা অনুযায়ী সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া গেছে দিনাজপুরে। গতকাল সর্বোচ্চ ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে।
আরও পড়ুন: প্রচণ্ড শীতে কুড়িগ্রামে বোরো বীজতলা নষ্টের উপক্রম
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘর কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: নীলফামারীতে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
আরও পড়ুন: শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৫৬৮
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।