এরমধ্যে ৪৬ হাজার ১৫০ হেক্টর জমিতে দেশি বোরো ও ৬৫০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের চাষ করা হবে। সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫২৬ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলার পাঁচ উপজেলায় মোট ৪৬ হাজার ৮’শ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১ হাজার ৯৯০ হেক্টর, শিবগঞ্জ উপজেলায় সাত হাজার ৯৩০ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ১৪ হাজার ৫৬০ হেক্টর, নাচোল উপজেলায় ছয় হাজার ৮৮৫ হেক্টর ও ভোলাহাট উপজেলায় পাঁচ হাজার ৪৩৫ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মঞ্জুরুল হুদা জানান, কৃষকরা বোরো আবাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যে তিন হাজার ১১৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জমিতে বোরো আবাদ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বোরো আবাদ চলবে।
তিনি আরও বলেন, ‘জেলায় বীজ, সারের কোনো সংকট নেই। আশা করছি বোরো আবাদের লক্ষ্যমাত্রাও পূরণ হবে।’