রবিবার ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি।
তিনি বলেন, চতুর্থ ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।
আরও পড়ুন: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ ডিসেম্বর প্রথম দফায় দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পৌর নির্বাচন: মাগুরায় কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ
অনিয়মের অভিযোগে চালনা পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর
দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোট হবে আগামী ১৬ জানুয়ারি।
২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনের মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
তফসিল অনুযায়ী, পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
আরও পড়ুন: পৌর নির্বাচনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখান করেছেন: স্বাস্থ্যমন্ত্রী
পৌর নির্বাচন: ছাতকে প্রথম নারী মেয়র প্রার্থী
কোনো ধরনের বিরতী না দিয়ে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।