দ্বৈত দেহ এবং ফুটবল মাঠের দৈর্ঘ্যের চেয়ে বড় ডানা বিশিষ্ট উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে মাহাভি এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে উড্ডয়ন করে বলে স্ট্র্যাটোলাঞ্চের বিবৃতিতে জানানো হয়েছে।
উড্ডয়নকালে উড়োজাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০২.৪ কিলোমিটার গতি অর্জন করে। এটি ১৭ হাজার ফুট ওপর দিয়ে আড়াই ঘণ্টা ধরে মাহাভি মরুভূমির ওপর চক্কর দেয়। প্রথম উড্ডয়নের অংশ হিসেবে পাইলটরা উড়োজাহাজটির কর্মক্ষমতা ও নিয়ন্ত্রণের মান মূল্যায়ন করেন এবং এটি পরে সফলভাবে মাহাভি এয়ার অ্যান্ড স্পেস পোর্টে অবতরণ করে, যোগ করা হয় বিবৃতিতে।
মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন ২০১১ সালে স্ট্র্যাটোলাঞ্চ প্রতিষ্ঠা করেন। সংস্থাটির উদ্দেশ্য উড়োজাহাজে করে আকাশ থেকে কক্ষপথে রকেট উৎক্ষেপণের জন্য বড় আকারের উড়োজাহাজ তৈরি করা।
স্ট্র্যাটোলাঞ্চ নির্মিত উড়োজাহাজটির ডানার বিস্তার রেকর্ড ৩৮৫ ফুট এবং তা লম্বায় ২৩৮ ফুট। যা বিশ্বের যেকোনো উড়োজাহাজের চেয়ে প্রশস্ত। সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী যানটির ওজন ৫ লাখ পাউন্ড।