এ ঘটনায় গণসংযোগে অংশ নেয়া চার কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন শাহাদাত হোসেনের মিডিয়া সেলের চেয়ারম্যান সাংবাদিক জাহিদুল করিম কচি।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীর দাগনভূঞায় ককটেল বিস্ফোরণে আহত ৩
তিনি বলেন, ‘বিকালে ডা. শাহাদাত নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে হালিশহর পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ শেষে ফেরার পথে হালিশহর থানার রামপুর ওয়ার্ডে ঈদগাহ রূপসা বেকারির সামনে তার গাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা বিএনপি প্রার্থীর গাড়ির লাইট ও গ্লাস ভাঙচুর করেন।
হামলায় বিএনপির ৩-৪ কর্মী আহত হন, বলেন জাহিদুল করিম।
আরও পড়ুন: পৌর নির্বাচন: বোয়ালমারী আ’লীগের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন
শাহাদাত হোসেন বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে চসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে বার বার আহ্বান জানানোর পরও তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না। এখন সন্ত্রাসীরা প্রার্থীদের ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে। আজ শনিবার গণসংযোগ চলাকালে আমার ওপর হামলা চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে ঈদগা রূপসা বেকারির সামনে দিয়ে গণসংযোগ করে যাওয়ার সময় আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থীর সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নেতা-কর্মীদের আহত করেছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনী সহিংসতা: হত্যা মামলায় কাউন্সিল প্রার্থীসহ ১১ জন রিমান্ডে
‘এর আগে বৃহস্পতিবার রাতে মধ্য রামপুর বড়পুকুর এলাকায় সরকার দলীয় সন্ত্রাসী সাইফুর রহমান পলাশের নেতৃত্বে ধানের শীষের পোস্টার লাগানোর সময় নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেখানে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। এমতাবস্থায় ভয়-ভীতিহীন পরিবেশে নির্বাচন করতে হলে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের নামের সন্ত্রাসী তালিকা আছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাতে হবে। অন্যথায় সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব্য নয়,’ দাবি তার।
আরও পড়ুন: পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
আজকের হামলার ব্যাপারে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিককে বার বার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ওসি (তদন্ত) মো. আল মামুন বলেন, ‘আমি বড়পুল এলাকায় ডিউটিতে আছি। আমি এ ব্যাপারে কিছু জানি না।’
আরও পড়ুন: ভবানীগঞ্জে নিজের ভোট দিতে না পারা বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা