তিনি বলেন, ‘পত্রিকায় বড় বড় হেডিং হচ্ছে যে বিশ্বের যে কয়েকটি দেশের প্রবৃদ্ধি বেশি হবে তার প্রধান তিনটি দেশের একটি বাংলাদেশ। আমরা খুশি হই- প্রবৃদ্ধি ভালো, অবশ্যই ভালো। কিন্তু এ প্রশ্নবিদ্ধ প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছে?’
এক দোয়া মাহফিলে তিনি বলেন, ‘আমরা যখন দেখি হাতে গোনা মাত্র কিছু লোক বাংলাদেশের এ প্রবৃদ্ধির দ্বারা উপকৃত তখন আমরা লজ্জিত হই। সেই প্রবৃদ্ধি জনগণের প্রবৃদ্ধি না। আমরা জনগণের প্রবৃদ্ধি চাই। আমরা চাই যে এমন প্রবৃদ্ধি হোক যে প্রবৃদ্ধির ফসল জনগণ ভোগ করবে, যে প্রবৃদ্ধির ফলে জনগণের সুখ এবং শান্তি নিশ্চিত হবে।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামনায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম বলেন, ‘যে প্রবৃদ্ধি আমার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ায়, যে প্রবৃদ্ধির অর্থ সম্রাট-পাপিয়ারা লুট করে নিয়ে যায়, যে প্রবৃদ্ধির অর্থ সুইস ব্যাংকে জমা হয়, যে প্রবৃদ্ধির অর্থ দিয়ে কানাডায় বেগমপাড়া হয়, মালয়েশিয়া-থাইল্যান্ডে সেকেন্ড হোম হয় ওই প্রবৃদ্ধি জনগণের কাম্য নয়।’
তিনি বলেন, ‘জনগণ এমন প্রবৃদ্ধি চায়, যে প্রবৃদ্ধিতে জনগণের সুখ এবং শান্তি হবে। তাদের স্থায়ী সমৃদ্ধি হবে, তাদের সন্তানরা ভালোভাবে বাঁচার সুযোগ পাবে। প্রবৃদ্ধির পথে সব বাধা দূর করতে চাই আমরা। কারণ আমরা জনগণের জন্য শান্তি এবং সমৃদ্ধি চাই। প্রবৃদ্ধি ছাড়া জনগণের শান্তি-সমৃদ্ধি হবে না।’
হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।