ঢাকা, ১১ নভেম্বর (ইউএনবি)- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আটটি নিবন্ধিত দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
খালেদা জিয়ার উপদেষ্টা বিজনকান্তি সরকারের নেতৃত্বে ২০ দলীয় জোটের একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি রবিবার নির্বাচন কমিশনে পাঠিয়েছে।
আটটি নিবন্ধিত দল হলো- বিএনপি, লেবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লিগ (বিএমএল) এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
এর আগে শনিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ২০-দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জোটের সঙ্গী এলডিপির সভাপতি অলি আহমদ জানান, যদিও তাদের অধিকাংশ দাবি গ্রহণ করা হয়নি, তবুও গণতন্ত্রের স্বার্থে তারা নির্বাচনে অংশ নেবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মতো তিনিও নির্বাচন এক মাস পেছানোর দাবি জানান।