বুধবার বেলা ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বগুড়া-৬ আসনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মাদের নিকট তাঁর কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমুল হুদা পপন, শাহ মেহেদী হাসান হিমুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
দুপুরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লালু মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন শাজাহাপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস জানান, বগুড়া -৬ আসনে (বিকল্প হিসেবে) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয় পত্র বিকাল সাড়ে ৪টায় দাখিল করা হবে। এ জন্য প্রস্তুতি চলছে।
বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মাদ এর নিকট তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন।
এ ছাড়া বগুড়া -৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম দলের প্রার্থী হিসেবে বিকেলে মনোনয়ন পত্র দাখিল করেছেন।