আরও পড়ুন: চট্টগ্রামে পরিবারের ১০ সদস্যসহ এমপি করোনায় আক্রান্ত
তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি শেখ জুয়েলের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকার বাসভবনেই অবস্থান করছিলেন। তবে অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
কাজী জাহিদুল ইসলাম বলেন, ‘এখন তার (শেখ জুয়েল) শারীরিক অবস্থা ভালো আছে। এছাড়া সংসদ সদস্যের পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ আছেন।’
আরও পড়ুন: জাপা চেয়ারম্যান জিএম কাদের করোনায় আক্রান্ত
শেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা কামনায় সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেছেন এই সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:করোনায় আক্রান্ত হুইপ শামসুল হক চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টসহ গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত
বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৬৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩৯১ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জনে পৌঁছেছে।