শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল জানান, সাইদুজ্জামান সরকার ২৫ জুন রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ আসে।
সাইদুজ্জামান সরকার সাপ্তাহিক হাতিয়ার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ড ও সদর উপজেলা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।
এর আগে গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বগুড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার শুকলু ও ১০ জুন করোনা উপসর্গ নিয়ে দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন মারা যান।
এখন পর্যন্ত বগুড়ায় কর্মরত ২৪ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন।