জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সর্বশেষ মোট ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের করোনা পজেটিভ ও ৮২ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ দুজনের আবারও পজেটিভ এসেছে।
এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করে ৩৪ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ১ হাজার ৪৫২ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় আরও একজন মারা গেছেন। মৃত শাহাবুদ্দীন (৫৫) কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামের রইস মিয়ার ছেলে।
এ পর্যন্ত জেলায় মোট ৩১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন।
সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৬ জন। তাদের মধ্যে ২৩ জন হাসপাতালে এবং বাকি ২৩৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।
পুরো দেশের পরিস্থিতি
দেশে এক দিনে আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আরও ২ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৭৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২১০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫২৪টি।
আরও পড়ুন: করোনা উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৩ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৬ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। নতুন করে আরও ৪৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪৩ জন এবং বাড়িতে চারজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬১৪ জন। সুস্থতার হার ৫০.৯৩ শতাংশ।