গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে বুধবার দুপুরে এক নির্মাণ শ্রমিক ও একজন পথচারী নিহত হয়েছেন।
তারা হলেন- বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের আজাদ হোসেন ও গাইবান্ধা বিসিক শিল্পনগরীর অফিস সহায়ক আব্দুল ওয়াহেদ।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার উদ্দিন জানান, গাইবান্ধা শহরের ফোরলেন প্রকল্পের আওতায় রাস্তা সংলগ্ন দোকানপাট ভাঙার কাজ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। বুধবার শ্রমিকরা ওই সড়কের শাজাহান আলীর দোকান ভাঙার কাজ করার সময় একটি বিম ভেঙে শ্রমিক আজাদ হোসেন ও পথচারী আব্দুল ওয়াহেদের গায়ে ও মাথায় পড়ে।
বিমের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আব্দুল ওয়াহেদকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।