তারা হলেন- নিলিমা আক্তার (৩০), লিখন (৭) ও সেলিম হোসেন (৩৫)।
সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সাহেব বাজার এলাকায় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মা নিলিমা আক্তার ও তার ছেলে লিখন নিহত হয়েছেন। নিলিমা আক্তার রংপুরের কোতয়ালী থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী।
আরও পড়ুন: নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
পুলিশ ও এলাকাবাসী জানায়, এক বছর আগে থেকে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় জাকির হোসেনের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন বাদশা মিয়া। তার স্ত্রী নিলিমা স্থানীয় জাহানারা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরি করতেন। সোমবার দুপুরে মা ও ছেলে দুজন রাস্তা অতিক্রম করে সাবান কেনার জন্য দোকানে যান। এ সময় দ্রুত গতির একটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মা নিলিমা আক্তার ও ছেলে লিখন মারা যায়। পরে এলাকার স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, প্রতিবাদে ভাঙচুর
এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের শিরিরচালা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ড্রামট্রাক উল্টে গিয়ে সেলিম হোসেন নামের এক অটোরিকশা গ্যারেজের মালিক নিহত হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, দুপুরে অটোরিকশা গ্যারেজ মালিক সেলিম শিরিরচালা এলাকায় মহাসড়কের পাশদিয়ে হেঁটে হাচ্ছিল। এমন সময় একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।