রবিবার বিকালে জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নিহত কলেজ ছাত্রী রিয়া বারৈয়াঢালা মহালংকা মল্লা বাড়ির জামশেদ উদ্দিনের মেয়ে ও সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে কলেজের সেশন ফি জমা দিয়ে ফের সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার জন্য সেইফ লাইনে (মিনি বাস) উঠেন। বড় দারোগার বাজারের গন্তব্যস্থানে সেইফ লাইন থেকে নামার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান একইমুখী একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি সেইফলাইন পরিবহনের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী রিয়া মৃত্যুবরণ করে এবং গাড়িতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে ১১১ দফা সুপারিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ কলেজ ছাত্রীর লাশটি উদ্ধার করে এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। আমরা দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছি।’