নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি জঙ্গলের ভেতর থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্ক ফোর্স।
খোর্দ্দচম্পা গ্রামের জনৈক আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে শুক্রবার রাতে মূর্তিটি উদ্ধার করা হয়।
শনিবার ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে মূর্তিটি নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে রয়েছে।
বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে নিয়ে একটি টাস্কর্ফোস ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মূর্তি পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। মূর্তিটির প্রকৃত ওজন ১৯ কেজি ২৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এই ঘটনায় নিয়ামতপুর থানায একটি মামলা দায়ের হয়েছে।