সদরের পাচপীরডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার রাতে এ উৎসব অনুষ্ঠিত হয়।
নাচ ও গানের মধ্যে দিয়ে গভীর রাত পর্যন্ত উৎসব চলে। আশপাশের জামুরীপাড়া, মজাতিপাড়া, তেলিপাড়াসহ পাঁচ গ্রামের মানুষ ওরাওঁ সম্প্রদায়ের নৃত্য উপভোগ করতে ভিড় করেন। এর আগে আমন্ত্রিত অতিথিদের নেচে-গেয়ে ফুল ছিটিয়ে বরণ করেন আদিবাসী মেয়েরা।
ওরাওঁ সম্প্রদায়ের মতে কারাম গাছের ডাল তাদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে।
উৎসবে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণাংশু দত্ত টিটো, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবছর আনন্দ উৎসবের মধ্য দিয়ে আশ্বিন মাসের শুরুতে কারাম পূজা উৎসব উদযাপন করে আদিবাসী ওরাওঁ সম্প্রদায়। জেলার বিভিন্ন উপজেলার নয়টি স্থানে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।