ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথর পাওয়া যায়।
এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদী খনন কাজ চলাকালীন কষ্টি পাথরটি পাওয়া যায়। পরদিন শনিবার ড্রেজার মেশিন মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের কাছে সেটি হস্তান্তর করেন।
২১নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাংগন নদীর খনন কাজ চলাকালীন কষ্টি পাথরটি পাওয়া যায় এবং নদী খননকারীরা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন।
পাথরটি জেলা প্রশাসককের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।