তারা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপার ভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মাইনুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শনিবার সকালে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজই আদালতে পাঠানো হবে বলেও জানান মাইনুল হাসান।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। শনিবার পর্যন্ত এ বিস্ফোরণের ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন।