বৃহস্পতিবার নড়াইল শহরের মহিষখোলা ও বুধবার সদরের হবখালী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার পাইকমারী গ্রামের নূর ইসলাম চঞ্চলের স্ত্রী কাউসার আক্তার জেরিন, কাগজিপাড়া গ্রামের রিপন শেখ (৩১) ও মো. আবদুল্লাহ (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বিকালে জেরিনকে মহিষখোলা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে পাইকমারী গ্রামে স্বামী চঞ্চলের ঘর থেকে ১০ প্যাকেটে রাখা ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জেরিন চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নড়াইলে আসার সময় এসব ইয়াবা বহন করে এনে ব্যবসা করতেন।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যায় হবখালী ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬০ ইয়াবাসহ রিপন শেখ ও আবদুল্লাহকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।