কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:টেকনাফে অপহৃত ৫ রোহিঙ্গা নেতার মধ্যে উদ্ধার ৩
নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন:টেকনাফে ১৫ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফনদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ অজ্ঞাত দুই ব্যাক্তির মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন:বিজিবির সাথে এবার টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ‘মাদক কারবারি’
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।