শালিখা উপজেলার ভুলবাড়ীয়া বিলের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আবু জাফর নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি কোটভাগ দাখিল মাদ্রাসার সহকারী কৃষি শিক্ষক পদে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন জানান, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে আবু জাফরকে জরিমানা করা হয়। এছাড়া, তিনটি অবৈধ ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করে তার মুচলেকা নেয়া হয়েছে।
বালু উত্তোলনের বিষয় নিয়ে বিশেষ আইন রয়েছে। তবে অনেকেই আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।