রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া মনোনয়ন প্রত্যাশীদের হাতে এ চিঠি তুলে দেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া খেলাধুলার সাথে সম্পৃক্ত অন্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সভাপতি শাজাহান খান (মাদারীপুর-২), বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), বিসিবির সাবেক দুই প্রধান আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০) এবং সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. বিরেন সিকদার (মাগুরা-২), বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরীয়ার আলম (রাজশাহী-৬), বাফুফের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪) এবং কাজী নাবিল আহমেদ (যশোর-৩), বাংলাদেশ স্কোয়াস র্যাকেটস ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুখ খান (গোপালগঞ্জ-১), বিসিবি পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), বাফুফের সাবেক সহ-সভাপতি বীর বাহাদুর উশৈ সিং (বান্দরবান), ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান (ঢাকা-১), বাফুফের সাবেক সদস্য ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২) এবং বিসিবি পরিচালক গোলাম দোস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১)।