সাভার, ৩০ নভেম্বর (ইউএনবি)- আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোরে পশ্চিম বাইপাইলে একতলা বাড়ির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্না করতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।