রবিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ৩ হাজার ৪২৬ জন ভোটার রয়েছে। এবারের নির্বাচনে আইনজীবীদের ৪টি সংগঠনের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীপন্থী আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী প্রবীণ অ্যাডভোকেট বদরুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম চৌধুরী।
মুক্তিযুদ্ধের পক্ষের সমমনা আইনজীবী সংসদ ও গণতান্ত্রিক আইনজীবী এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী হলেন সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আইয়ুব খান।
সমমনার প্রার্থী প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট চন্দন দাস সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম চৌধুরী টিপু।