খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি কাজ করে রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২ ঘণ্টা চট্টগ্রাম নাজিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, অক্সিজেন এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনের জসিমের কলোনিতে শুরুতে আগুন লাগে। এরপর তা পার্শ্ববর্তী দুটি কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর চন্দনপুরা, আগ্রাবাদ ও বায়োজিদ স্টেশন থেকে ৩টি ইউনিটের ৯টি গাড়ি গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে জসিম কলোনি, রহিমের কলোনি এবং আলী আকবরের কলোনির শতাধিক কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, রেল লাইন ঘেষে গড়ে ওঠা এসব কাঁচা ঘরে নিম্ন আয়ের মানুষরা বসাবাস করতেন। আগুনে ঘর পুড়ে যাওয়ায় প্রায় পাঁচ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুনে জসিম কলোনির ৪৭টি, আলী আকবর কলোনির ৪০টি ও রহিম কলোনির ২৭টি ঘর পুড়ে গেছে।