চাঁপাইনবাবগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি (ইউএনবি)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার আলাদা দুটি অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। এ সময় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টার দিকে বিজিবির একটি বিশেষ দল শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বানীরুল শেখ (৩৩) নামে এক ভারতীয়কে আটক করে। আটক বানীরুল ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ শুলিতলা এলাকার মনসুর আলীর ছেলে।
এর আগে ভোরে বিজিবির বিশেষ দল একই সীমান্তের চৌধুরী সরণি এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ (৪২), আল মামুন রেজা (৩৫) ও সুমনকে (২০) আটক করে বিজিবি সদস্যরা। তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার হাসানপুর ঘুঘুডাঙ্গা এলাকা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।