রাজধানীর ইসমাইলি জামাতখানায় দিনব্যাপী আয়োজিত এ মেলায় মেধাবী তরুণদের খুঁজছে এমন বেসরকারি ও অলাভজনক খাতের ২৬টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ৩০০ বিওয়াইএলসি গ্র্যাজুয়েট অংশ নেয়।
মেলার আয়োজন করে বিওয়াইএলসির অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি)। সার্বিকভাবে সহায়তা করে আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ) ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার ছিল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিওয়াইএলসি শুধু দেশের তরুণদের মাঝে বিশ্লেষণধর্মী চিন্তা এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার কাজই করছে না বরং চাকরি প্রত্যাশী তরুণ এবং চাকরিদাতাদের মাঝে যোগাযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক সুযোগও সৃষ্টি করছে।’
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি ও অলাভজনক সংস্থার মানবসম্পদ প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের সাথে কথা বলেন, রেজিউমি বাছাই করেন ও মেধাবী প্রার্থীদের অনস্পট সাক্ষাতকার নেন।
বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ বলেন, ‘বিওয়াইএলসির বিভিন্ন লিডারশিপ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টির জন্য ওপিডিতে পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কাজের সুযোগ তৈরি ও অনলাইন প্রফেশনাল ম্যাচমেকিং সার্ভিসের ব্যবস্থা রয়েছে।’

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং বিশিষ্টজনদের আলোচনায় কর্মজীবনের প্রস্তুতি এবং ক্যারিয়ার বাছাই সম্পর্কিত তথ্যের ওপর দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে অংশ নেন- গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী, ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের স্ট্রাটেজি, কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্টের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ, পাই স্ট্রাটেজির ম্যানেজিং ডিরেক্টর পিয়াল ইসলাম, রেকিট বেনকিজার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্লাস্টার এইচআর হেড আফরিন হুদা, রেনেটা লিমিটেডের হেড অফ এইচআর নিশাত আনোয়ার, বাংলালিংকের চিফ অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মঞ্জুলা মোরশেদ এবং একুমেন একাডেমি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আয়লিন সালেহ।
এ বছর বিওয়াইএলসির ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো- কসমস গ্রুপ, ইউনাইটেড নিউজ বাংলাদেশ, বাংলালিংক, গ্রামীণফোন, রেনেটা লিমিটেড, সহজ, প্রাণ আরএফএল, জাগো ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড, আমারা টেকনোলজিস লিমিটেড, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড, ব্র্যাক, কাজী আইটি, অ্যাকশন এইড বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন, আমান বাংলাদেশ, জার্মান দূতাবাস, মোহাম্মাদী গ্রুপ, লংকাবাংলা ফাইনান্স, এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লিমিটেড ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড।
গত ১০ বছর ধরে বিওয়াইএলসি সাড়ে ৩ হাজারের বেশি যুবককে নেতৃত্বের ওপর প্রশিক্ষণ দিয়েছে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত দিক নির্দেশনা দিতে এবং বিওয়াইএলসি গ্র্যাজুয়েটদের ২১ শতকের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালে ওপিডি যাত্রা শুরু করে।