স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ আশফাক বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে কয়েকজন বন্দুকধারী কনস্যুলেটের মূল প্রবেশ গেটে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। কিছুক্ষণ পরেই বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলাকারীরা কনস্যুলেটের ভেতর ভিসা সেকশনে যায়। প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
পুলিশ জানায়, হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এছাড়া আত্মঘাতী ওই হামলায় তিন হামলাকারীই নিহত হয়।
দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো ধোয়ার কয়েকটি ছবি সম্প্রচার করেছে, যদিও বিস্ফোরণের প্রকৃতি অস্পষ্ট।
পাকিস্তানের জিও টিভিতে বলা হয়েছে, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকাটি বন্ধ করে দেয়া হয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আমীর আহমেদ শেখ জানান, এ হামলার ঘটনায় চীনের কনস্যুলেটের ভেতর থাকা কোনো কূটনৈতিক ও কর্মচারীর ক্ষতি হয়নি। তারা নিরাপদে রয়েছেন।
এদিকে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী- বেলুচ লিবারেশন আর্মি, হামলার দায় স্বীকার করেছে এবং তিন হামলাকারীর ছবি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, পাকিস্তান প্রতিবেশী চীন দেশটির ঘনিষ্ঠ সহযোগী এবং বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের অবকাঠামো প্রকল্পগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে চীন।