জাতীয় সমুদ্র ও আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভি, মারিয়া ও ইরমার কারণে কমপক্ষে সাড়ে ২৬ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
শুক্রবার প্রকাশ করা জাতীয় জলবায়ু মূল্যায়ন প্রতিবেদনে সতর্ক করে দেয়া হয় যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন ভয়ানক হয়ে উঠছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ক্ষতিকর পরিবেশের রেকর্ড তৈরি হয়েছে, যার ফলে ২০১৫ থেকে প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
‘এই শতকের শেষ নাগাদ কিছু খাতে প্রতি বছর সম্ভাব্য ক্ষতির পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে’ জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, তাপ ধরে রাখা গ্যাসের নির্গমন যদি বর্তমান অবস্থার মতো বজায় থাকে তাহলে ২০৯০ সাল নাগাদ প্রতি বছর তাপদাহের সময় ঘরের বাইরের শিল্পে সাড়ে ১৫ হাজার মার্কিন ডলার অতিরিক্ত মজুরি হিসেবে ব্যয় হবে।
এবিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি প্রতিবেদনের কিছু অংশ পড়েছেন ‘এবং তা ভালো’। তবে বিধ্বংসী অর্থনৈতিক প্রভাবের অংশটুকু তিনি পড়েননি। ট্রাম্পের ভাষায়, ‘আমি এটা বিশ্বাস করি না।’