বেনাপোল, ১২ ডিসেম্বর (ইউএনবি)- বেনাপোল বন্দরে বুধবার কাস্টমস কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি পালনের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
সিলেটের তামাবিল স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বিজিবির হামলার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয় বলে বেনাপোল কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
৬ ডিসেম্বর বিকালে তামাবিল স্থলবন্দরে কয়েকজন ভারতীয় যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিজিবি। বিষয়টি নিয়ম বহির্ভূত দাবি করে কাস্টমস কর্মকর্তারা আপত্তি জানান। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে বিজিবি সদস্যরা হামলা চালিয়ে কাস্টমসের ছয় কর্মকর্তা ও কর্মচারীকে গুরুতর আহত করেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া না পাওয়ায় তারা অর্ধদিবস কর্মবিরতি পালনের ডাক দেন।
বিষয়টির সমাধান না হলে দেশব্যাপী আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।