সোমবার রাতে স্থানীয় বড় দারোগার হাট গাড়ির ওজন মাপার স্কেল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- যুবলীগ নেতা রমজান আলী খোকন (৩৪) ও তার ছোট ভাই সিজল (৩০)। তারা বারৈয়ারঢালা ইউনিয়নের মৃত নুরুল আবছারের ছেলে। এর মধ্যে রমজান ৭ নং ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক ভুঁইয়া জানান, সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকায় হামলায় আহত দুই ভাইকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৯টার দিকে রমজান আলী এবং রাত ১১টার দিকে সিজল আলীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে ছোট দারোগারহাটস্থ কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সন্ধ্যায় সভা শেষে নেতা-কর্মীরা বাড়ি ফেরার পথে সাড়ে ৭টার দিকে ওজন স্কেল এলাকায় ৩০/৪০ জনের সন্ত্রাসী দল “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন।
তাদের সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রমজান আলী খোকন ও সিজন নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে তারা মারা যান। দলীয় কোন্দলের জেরে যুবলীগের অপর একটি অংশ তাদেরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বলে স্থানীয়রা জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয় বিরোধে জের ধরে দলীয় কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দুজন মারা গেছে বলে শুনেছি। এর মধ্যে নিহত রমজান আলী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, হত্যা, ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।’