ক্রিকেট
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৪৫২ দিন আগে
চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় এটি ব্যবহার করতে চান।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সফরকারীরা তিনজন পেসার ও দুজন অলরাউন্ডার মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতি বেছে নিয়েছিল।
স্বাগতিক ভারতও তিনজন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুজন স্পিনার।
এর আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতিই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৪৫২ দিন আগে
বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে টাইগাররা।
এই সিরজ নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও। ভারতের বিপক্ষে ভালো খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তবে এ নিয়ে মোটেও ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন রোহিত। এসময় সাংবাদিকরা শান্তর সিরিজ জয়ের ইচ্ছার প্রসঙ্গটি তার সামনে উত্থাপন করেন।
এ বিষয়ে রোহিতের জবাব, এর আগে ইংল্যান্ডও ভারতে এসে একই ইচ্ছাপ্রকাশ করেছিল। প্রতিপক্ষ দল কী বলল, তা নিয়ে চিন্তিত নয় টিম ইন্ডিয়া।
‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। তাদেরও (বাংলাদেশ) মজা নিতে দিন।’
তিনি বলেন, ‘আমাদের ফোকাস থাকবে ম্যাচ জেতায়। অন্য দল আমাদের নিয়ে কী বলল, তা আমাদের ভাবলে চলবে না।’
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি, এই সিরিজটি নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? অথচ আমরা যদি না জিতি, তখন দেখবেন কথা শুরু হয়ে যাবে- আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম, কেন আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
৪৫৪ দিন আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে এখন পুরুষ ক্রিকেটারদের সমান করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে ৭.৯৬ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। এর মধ্যে বিজয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার যা গত আসরের ১ মিলিয়ন ডলার প্রাইজমানির দ্বিগুণের বেশি। আর রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, গত যা আসরে ছিল অর্ধেকেরও কম (৫ লাখ ডলার)।
এছাড়া সেমিফাইনাল খেলা অপর দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, ২০২৩ আসরের চেয়ে (২ লাখ ১০ হাজার) যা তিন গুণেরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরে দেওয়া ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে এই অঙ্ক ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ২ লাখ ৭০ হাজার ডলার করে দেওয়া হবে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেককেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
বিবৃতিতে আইসিসি বলেছে, নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া এবং ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে আইসিসির নেওয়া কৌশলগত পদক্ষেপের অংশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
সূচিতে একটি পরিবর্তনও এনেছে আইসিসি। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। এছাড়া ওই দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়।
১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।
৪৫৪ দিন আগে
জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সংবর্ধনা পেয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে পাকিস্তানে তাদের সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ক্রিকেটারদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
একটি জাতিকে একত্রিত রাখতে ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এসময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও তিনি একই ধরনের ভূমিকা পালনে ইতালির আমন্ত্রণ পেয়েছেন।
এসময় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
পাকিস্তান সফরের অর্জন খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল বলে জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনায় খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
৪৫৯ দিন আগে
ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
৪৫৯ দিন আগে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।
ভারত টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। যদিও তিনি বর্তমানে ইংল্যান্ডে খেলতে ব্যস্ত।
টেস্টের জন্য বাংলাদেশ দলে যারা আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে। এর মধ্যে ১১টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
৪৫৯ দিন আগে
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০১৩ সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হন সুজন। তারপর থেকে গত ১১ বছরে বিসিবির বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি।
সবশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন ৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহ-সভাপতির ভূমিকায়ও দেখা গেছে তাকে।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
তার মেয়াদকালে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে যুবাদের দলটি।
বোর্ড পরিচালক থাকাকালে আরও কিছু দায়িত্ব পালন করেছেন সুজন। বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন তিনি।
পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকবার বাংলাদেশ জাতীয় দলের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে, বহুদিন ধরে বিসিবির একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকায় তাকে নিয়ে নিয়ে সমালোচনাও হয়েছে। একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করছেন, এ নিয়ে নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
আরও পড়ুন: সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিসিবিতে পদত্যাগের মিছিল চলছে। তার আগে পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়।
৪৬০ দিন আগে
ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
প্রায় দুই যুগ আগে অভিষেক টেস্ট থেকে শুরু করে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের খাতা এখনও ফাঁকা। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিবেশী দেশটির সঙ্গে ১৩ বারের দেখায় ১১ বারই হারের তেতো স্বাদ নিতে হয়েছে টাইগারদের; বাকি দুটি ম্যাচ বৃষ্টির সৌজন্যে হয়েছে ড্র। আসন্ন সিরিজেও স্পষ্টই এগিয়ে থাকবে ভারত।
তবে অতীত যাই হোক, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট বাংলাদেশের ভালো পারফরম্যান্স ভারত সিরিজ থেকে প্রাপ্তির খাতায় কিছুটা হলেও দাগ কাটার আশা জাগিয়েছে।
পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসে ভরপুর দলটি ভারতের বিপক্ষেও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সম্প্রতি ঝরেছে এমন আশা। তবে ভারত সফরে বাংলাদেশের তেমন কোনো আশা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা চাট্টিখানি কথা নয়। সেজন্য বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারতীয় দল সম্পূর্ণ আলাদা। ভারত দেশে এবং বিদেশে, দুই জায়গাতেই ভালো খেলছে। এছাড়া ভারতের ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। সে কারণেই আমার মনে হয় না যে বাংলাদেশ এখানে জিততে পারবে।’
ভারতই সিরিজ জিতবে বলে মনে করেন বিসিসিআইয়ের সাবেক প্রধান। তবে বাংলাদেশ যে স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।
‘কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা।’
এসময় বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার বিষয়েও কথা বলেছেন সৌরভ। তার কথায়, ‘আমি দেশটিতে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানকে নিয়ে যখনই ভাবি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউননুস খানরা। কিন্তু তেমন প্রতিভা বর্তমান পাকিস্তান দলে নেই।’
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
সৌরভ বলেন, ‘প্রত্যেক প্রজন্মেই ভালো ক্রিকেটার থাকা দরকার। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে পারফরম্যান্স দেখলাম, তা থেকেই বোঝা যায় যে দেশটি থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে না।’
পাকিস্তানের খেলার জগতের মানুষদের এ অবস্থার দিকে নজর দিতে হবে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক।
প্রসঙ্গত, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।
৪৬১ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিয়েছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার মঈন আলী। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এর ফলে চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল। ম্যাচটিতে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষ হয়।
তরুণদের নিয়ে ইংলিশ ক্রিকেটে পালাবদল শুরু হয়ে গেছে। অভিজ্ঞ মঈনকে দলের পক্ষ থেকে তা বুঝিয়েও দেওয়া হয়েছে। তাই সময় বুঝে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বয়স ৩৭ হয়ে গেছে। যথেষ্ট ক্রিকেট খেলেছি। এখন পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।’
‘(আসন্ন) অস্ট্রেলিয়া সিরিজে আমাকে দলে রাখা হয়নি। এ বিষয়ে আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই মনে হচ্ছে, এখনই (বিদায় বলে দেওয়ার) সঠিক সময়। আমি (দলের জন্য) আমার কাজ সেরেছি।’
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মালান
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে অভিষেক হয় মঈনের। এরপর ক্যারিয়ারজুড়ে তিনি খেলেছেন ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে ইংল্যান্ডের জার্সিতে টেস্টে অভিষিক্ত হন তিনি। দশ বছরের ক্যারিয়ারে ৬৮টি টেস্ট খেলার সুযোগ হয়েছে তার।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৬ হাজার ৬৭৮ রান করেছেন মঈন, যার মধ্যে শতক আছে আটটি এবং অর্ধশতক ২৮টি। এছাড়া বল হাতে সব মিলিয়ে ৩৬৬ উইকেট ঝুলিতে পুরেছেন এই অলরাউন্ডার।
বিদায় বেলায় নিজের এমন ক্যারিয়ার নিয়ে গর্বিত মঈন। তিনি বলেন, ‘আপনি যখন ইংল্যান্ডের হয়ে প্রথমবার খেলেন, তখন ঠিক জানেন না যে আরও কতগুলো ম্যাচ আপনি খেলার সুযোগ পাবেন। সেখানে আমি প্রায় তিনশ ম্যাচ খেলেছি।’
এখন সময় ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবতাকেই মেনে নিচ্ছেন তিনি।
‘দেখুন, চাইলে আরও কিছুদিন (ইংল্যান্ডের হয়ে) খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি জানি যে বাস্তবে তা প্রায় অসম্ভব। অবসর নিচ্ছি যদিও, কিন্তু আমার মনে হয় এখনই (অবসর নেওয়ার) সময় আসেনি। আরও কিছুদিন আমি খেলতে পারি বলেই আমার মনে করি।’
‘তবে আমি বাস্তবতা বুঝি। দল এখন নতুন চক্রে প্রবেশ করছে। তাই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করছি।’
আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে শিখর ধাওয়ানের বিদায়
নিয়তি মেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হলেও এখন তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান তিনি। এরপর কোচিংয়ে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করার ইচ্ছা এই ক্রিকেটারের।
‘আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কারণ আমি এখনও খেলতে উপভোগ করি। তবে একটা পর্যায়ে গিয়ে যে কোচিং করাব, তা আমার আগে থেকেই ঠিক করে রাখা। আমি সেরাদের (কোচ) একজন হতে চাই। বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
শেষ বেলায় ক্রিকেটভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়ার ইচ্ছাও ঝরল তার কণ্ঠে।
‘আশা করি মুক্ত চেতনার মানুষ হিসেবে সবাই আমাকে মনে রাখবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু বাজে শটও খেলেছি; সর্বোপরি আশা করছি, সবাই আমার খেলা উপভোগ করেছে।’
৪৬৩ দিন আগে