ক্রিকেট
সৌম্যর আঙুলে ৫ সেলাই, রংপুর রাইডার্স শিবিরে দুঃসংবাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের দিন দুঃসংবাদ শুনল বাংলাদেশ। এই ম্যাচে আঙুলে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৭ রানে প্রথম টি-টোয়েন্টি জেতার পর বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ২৭ রানের জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল।
এদিন ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। আগে নিকোলাস পুরানের ক্যাচ নিলেও পাওয়েলকে তালুবন্দি করতে ব্যর্থ হন সৌম্য। এ সময় আঙুলে বলের আঘাত লাগায় ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।
পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই ব্যাটার। তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
এ বিষয়ে বিসিবির এক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। সুস্থ হতে তার তিন-চার সপ্তাহ লাগতে পারে।
এর ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তো বটেই, আসন্ন বিপিএলের শুরুর দিকের কিছু খেলাও মিস করবেন সৌম্য। ফলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে চলা বিপিএলের এবারের আসরের শুরুতে তাকে পাবে না রংপুর রাইডার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না সৌম্য। পরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচ থেকে ছন্দে ফিরতে শুরু করেছেন এই ব্যাটার। তৃতীয় ম্যাচে ৭৩ বলে ৭৩ রান করেন তিনি। এরপর প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৪৩ রান করেন। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানআউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।
৩৬২ দিন আগে
তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ ড্যারেন সামি
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ক্রিকেটের তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছেন ক্যারিবীয়দের দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন সামি।
গত বছরের মে মাস থেকে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করে আসছেন সামি। এবার লাল বলের দায়িত্বও দেওয়া হলো ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে উইন্ডিজের নেতৃত্ব দেওয়া সামির ওপর।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বর্তমান কোচ আন্দ্রে কোলির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী এপ্রিল মাস থেকে টেস্ট দলের দায়িত্ব নেবেন ৪০ বছর বয়সী এই কোচ।
বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট ড. কিশোর শ্যালো বলেছেন, ‘দলের দায়িত্ব নিয়ে সাদা বলের ক্রিকেটে অভূতপূর্ব নেতৃত্বের পরিচয় দিয়েছেন ড্যারেন সামি। তার দূরদর্শিতা, নিবেদন ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতাই সব সংস্করণে তাকে (কোচ হিসেবে) উপযুক্ত ব্যক্তি করে তুলেছে।’
‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলতে এই নিয়োগ একটি সাহসী ও রোমাঞ্চকর পদক্ষেপ।’
ক্যারিবীয়দের লাল বলের কোচ হিসেবে আগামী বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামির যাত্রা শুরু হবে। তার আগে জানুয়ারিতে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে আন্দ্রে কোলির শেষ সিরিজ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সামির অধীনে ৩৫টি টি-টোয়েন্টি খেলে তার ২০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে সিজির জিতেছে তার দল। দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা ক্যারিবীয়দের পঞ্চম স্থানে তুলেছেন তিনি।
ওয়ানডেতেও তার জয়ের পাল্লা ভারী। সাবেক এই অলরাউন্ডারের অধীনে ৭টি ওয়ানডে সিরিজ খেলে চারটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
৩৬২ দিন আগে
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
আর্নোস ভেল গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হতাশাজনক হারের পর সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ধীর ও স্যাঁতসেঁতে পিচে ছন্দ ধরে রাখতে হিমশিম খায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস (১০ বলে ৩) আকিল হোসেনের বলে স্টাম্পড হয়ে বিদায় নিলে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে শুরুতেই সমস্যায় পড়ে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের সুশৃঙ্খল বোলিংয়ের মোকাবিলায় টপ অর্ডার তানজিদ হাসান (২), সৌম্য সরকার (১১) ও মেহেদী হাসান মিরাজ (২৬) হোঁচট খেয়ে শুরুটা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১৪তম ওভারে ৬ উইকেটে ৭২ রান করে মনে হচ্ছিল হতাশাজনক স্কোরের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
তবে শামীম হোসেনের একটি সতর্ক ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করে বাংলাদেশকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন গুদাকেশ মোতি।
আরও পড়ুন: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
১৩০ রানের সামান্য লক্ষ্য অর্জন করতে নেমে বাংলাদেশের সুশৃঙ্খল বোলিংয়ের চাপে শুরুতেই নড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
তাসকিন আহমেদ তার প্রথম ওভারেই ব্রেন্ডন কিং (৮) ও আন্দ্রে ফ্লেচারকে (০) আউট করে স্বাগতিকদের ১৯ রানের মাথায় দুটি উইকেটের পতন ঘটান। এরপর মেহেদী হাসান ও রিশাদ হোসেন মিলে মিডল অর্ডারের নিকোলাস পুরান (৫) ও রোভম্যান পাওয়েলকে (৬) মাঠ ছাড়া করেন।
স্বাগতিকদের ভরসা ছিল রোস্টন চেজের ওপর। তিনি ৩৪ বলে ৩২ রানের ইনিংস খেলে দারুণ লড়াই করেন। আকিল হোসেইন চূড়ান্ত পর্যায়ে ৩১ বলে ৩১ রানের লড়াকু স্কোর যোগ করলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
হোসেইনকে আউট করে ১৮ ওভার ৩ বলে ১০২ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে গুটিয়ে দেন তাসকিন।
আরও পড়ুন: এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম
৩৬২ দিন আগে
এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম
এক বছরের ব্যবধানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইমাদ।
তিনি লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনা ও পর্যবেক্ষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের জন্য সর্বোচ্চ সম্মানের। আর সবুজ জার্সি গায়ে জড়ানোর প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়।’
‘এই অধ্যায় শেষ করে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, নতুন উপায়ে সবাইকে বিনোদন দিয়ে যাব।’
আরও পড়ুন: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস
গত বছরের নভেম্বরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ইমাদ। তবে চার মাসের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পর গত মার্চে তিনি অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন।
মূলত গত বছরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মের কারণেই তাকে অবসর ভেঙে মাঠে ফেরায় পিসিবি। ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই অলরাউন্ডার। আসরের তিনটি প্লে-অফ ম্যাচেই ম্যাচসেরা হন তিনি।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইমাদকে ফেরাতে ভীষণ আগ্রহী ছিল পিসিবি। তবে যুক্তরাষ্ট্রে হওয়া আসরে একদমই ভালো করতে পারেনি পাকিস্তান। সুপার এইটে উঠতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর আর দলে ডাক মেলেনি তার।
পাকিস্তানের হয়ে প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি ইমাদের। ৫৫টি ওয়ানডেতে ৯৮৬ রানের পাশাপাশি ৪৪টি উইকেট নিয়েছেন তিনি। তবে ২০২০ সালের পর এই সংস্করণেও আর খেলার সুযোগ পাননি তিনি। ৭৫টি টি-টোয়েন্টি খেলে তিনি ৫৫৪ রান ও ৭৩টি উইকেট সংগ্রহ করেছেন।
৩৬৭ দিন আগে
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
বাসেতেরেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জেডেন সিলেসের ৪/২২ এবং ব্র্যান্ডন কিংয়ের ৮২ রানের জাদুকরি ব্যাটিংয়ের ফলে ৭৯ বল বাকি থাকতেই ২২৮ রানের লক্ষ্য অর্জন করে স্বাগতিকরা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সিলস তাৎক্ষণিকভাবে বল ডেলিভারি করে। ১০ ওভারের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারকে ৫৪-৩ করে দেন এই পেসার।
তানজিদ হাসান ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে শুরুতেই প্রতিরোধ গড়ে তুললেও উইকেট পড়েছে নিয়মিত। অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ (৬২) ও তানজিম হাসান সাকিবের (৪৫) মধ্যে রেকর্ড ৯২ রানের পার্টনারশিপ সত্ত্বেও ৪৫.৫ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ১০৯ রানের জুটি গড়ে শক্ত ভিত গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইস।
৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৭৬ বলে ৮২ রানের ইনিংসের গতি তুলে দেয়। রিশাদ হোসেনের বলে ৪৯ রান করে আউট হয়ে হাফ সেঞ্চুরির কাছাকাছি থেকে বিদায় নেন লুইস।
কেসি কার্টি নেন ৪৫ রান। আর অধিনায়ক শাই হোপ (অপরাজিত ১৭) ও শেরফানে রাদারফোর্ড (অপরাজিত ২৪) স্বাচ্ছন্দ্যে কাজটি শেষ করেন।
হোপ বলেন, 'আমরা আজ ঝোড়ো ছিলাম। আমরা ঘরের মাঠে সিরিজ জয়ের জন্য সংগ্রাম করছি, এখন ৩-০ ব্যবধানে শেষ করার আশা করছি।’
১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে এটি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। পার্টনারশিপ মিস ছিল। এই উইকেটে ৩০০-র বেশি রান দরকার ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। অন্যদিকে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির আগে পুনরায় সংগঠিত হতে চায়।
আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৩৬৯ দিন আগে
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য গিয়েছে স্বাগতিকদের কাছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয়রা। ফলে গত ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে টাইগারদের।
বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ক্যারিবীয় অধিনায়ক শেই হোপ জানিয়েছেন, এই মাঠে শুরুর দিকে কিছুটা আর্দ্রতা থাকবে। তাছাড়া লক্ষ্য তাড়া করতেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে লক্ষ্য থাকলে সে অনুযায়ী পরিকল্পনা করে খেলা যায়।
প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে মাঠে নামছে জানিয়ে হোপ বলেন, আলজারি জোসেফকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তার পরিবর্তে আজ (ক্যারিবীয়দের ক্যাপে) অভিষেক হবে মারকিনো মাইন্ডলির।
আরও পড়ুন: কিংস্টন টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের
বাংলাদেশের একাদশেও একটি পরিবর্তন আসছে জানিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, একই উইকেটে আজও খেলব, তাই আমাদের স্পিনারদের জন্য আজও ভালো সুযোগ থাকবে। শুরুতে যদি বড় একটি লক্ষ্য দাঁড় করাতে পারি, তাহলে ম্যাচটি জেতা সম্ভব।
তিনি বলেন, এই উইকেটে বোলিং করা খুবই কঠিন। তবে আমার বিশ্বাস, আমরা ভালোই করব।
তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুল ইসলামকে দলে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এই অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোটি, মারকিনো মাইন্ডলি ও জেইডেন সিলস।
৩৭০ দিন আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে দেশের যুবাদের রাষ্ট্রপতির অভিনন্দন
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
৩৭২ দিন আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: টানা দ্বিতীয় জয়ে যুবাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশের যুবাদের এই জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৫.২ ওভারেই সাঙ্গো হয় ভারতের ইনিংস। মাত্র ১৩৯ রান তুলতে হয় তারা। ফলে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
এই প্রতিযোগিতার প্রথম ৯ আসরে একবারও শিরোপা জয় করতে না পারলেও ২০২৩ সাল থেকে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশ। গত বছর এই মাঠেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারায় বাংলাদেশের যুবারা।
দেশের জন্য গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উদ্দেশে অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
৩৭২ দিন আগে
কিংস্টন টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের
ক্যারিবীয় অঞ্চলের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ।
২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই সিরিজে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটার জাকের আলী তারকা খেলোয়ার হিসাবে আবির্ভূত হন।
চতুর্থ ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ২৮৭ রানের লক্ষ্য অর্জন করতে নেমে ১৮৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল।
টেস্টে এটি তাইজুলের ১৫তম এবং ক্যারিবিয়ান মাটিতে তার প্রথম পাঁচ উইকেট শিকার। তাকে সমর্থন করেন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তারা সম্মিলিতভাবে আরও উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দ্রুত করা ৯১ রান ইনিংসে বাংলাদেশকে এগিয়ে দেয়।
৫ উইকেটে ১৯৩ রানে চতুর্থ দিন শুরু করা জাকের সকালের সেশনে দলের ৭৫ রানের মধ্যে ৬২ রান নেন। দিনের শুরুতে আলজারি জোসেফের হেলমেটে আঘাত পেলেও পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারির সাহায্যে পাল্টা আক্রমণাত্মক ইনিংস খেলেন জাকের। তার প্রচেষ্টায় বাংলাদেশকে ২৬৮ রানে পৌঁছিয়ে চ্যালেঞ্জিং টার্গেট নির্ধারণ করা হয়।
ওয়েস্টইন্ডিজ লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টায় শুরু করে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৩ ও কাভেম হজ ৫৫ রান করেন।
আরও পড়ুন: উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
কিন্তু তাইজুলের স্পিন ওয়েস্টইন্ডিজের প্রধান ব্র্যাথওয়েট ও কামেভ হজের গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ভেঙে দেয়।
বাংলাদেশের বোলাররা সাবিনা পার্কের পিচের অসম বাউন্স এবং টার্নকে পুঁজি করায় মাত্র ৪২ রানে স্বাগতিক দলের শীর্ষ ছয় উইকেটের পতন ঘটে।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের জয়টি ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।
মেহেদী বলেন, ‘প্রথম ইনিংসে নাহিদ, তাসকিন ও হাসান মাহমুদ অসাধারণ ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল অসাধারণ পারফর্ম করেন।’
ওয়েস্ট ইন্ডিজের জন্য পরাজয় তাদের ক্রমাগত ব্যাটিং দুর্বলতাই সামনে উঠে আসে। রানের লক্ষ্য অর্জন করতে নেমে ভালো সূচনা করলেও সুশৃঙ্খল বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে লড়াই করে তারা।
ব্র্যাথওয়েট বলেন, 'ব্যাটিং গ্রুপের ধারাবাহিকতা ও কঠোর পরিশ্রম দরকার।’
চলতি ২০২৪ সালে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট জয়। এটি টেস্ট ক্রিকেটে তাদের সেরা বছর হিসেবে পরিগণিত। এটি অতীতের অবস্থার তুলনায় তাদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রমাণ করেছে। জাকের এবং রানার মতো উভয় তরুণ ও জ্যেষ্ঠ খেলোয়াড়দের অবদান রয়েছে।
দুই দলই এখন টেস্ট সিরিজে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
আরও পড়ুন: বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
৩৭৬ দিন আগে
ব্র্যাডম্যানের বিখ্যাত ‘ব্যাগি গ্রিন’ টুপি নিলামে
সর্বকালের সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের বিখ্যাত ব্যাগি গ্রিন টুপিটি নিলামে উঠেছে। নিলামে টুপিটে বিক্রি হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭২ লাখ টাকার কিছু বেশি।
বিখ্যাত ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস টুপিটি নিলামে তোলে। নিলাম অনুষ্ঠানে টুপিটিকে ‘সূর্যে রং জ্বলে যাওয়া ও জীর্ণ’ বলে উপস্থাপন করা হয়। তবে তা বিশেষ এই টুপিটির মূল্য নির্ধারণে কোনো প্রভাব ফেলেনি। নিলামের ওঠার ১০ মিনিটের মধ্যেই সেটি বিক্রি হয়ে যায়।
৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে টুপিটি বিক্রি হয়। এর সঙ্গে নিলামঘরের ফি যুক্ত করে মোট মূল্য নির্ধারণ করা হয়।
১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় টুপিটি পরেছিলেন স্যার ব্র্যাডম্যান। ওই সিরিজে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শততম সেঞ্চুরি করেন। ঘরের মাঠে সেটিই ছিল তার শেষ সিরিজ।
৩৭৭ দিন আগে