এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে বিনা উইকেটে ৯৮ রান। তামিম ইকবাল ৩৯ এবং লিটন দাস ৫৯ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।
এদিকে আজকের ম্যাচের মধ্যদিয়ে অধিনায়ক হিসেবে শেষবারের মতো মাঠে নেমেছেন মাশরাফি। টসের সময় আর দেখা যাবে না দুই নম্বর জার্সি পরিহিত এই পেসারকে।
বৃহস্পতিবার সিলেটে ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
অবশ্য সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ইঙ্গিত দিয়েছিলেন যে, জিম্বাবুয়ে সিরিজের পরে বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব হারাতে পারেন।
তবে নেতৃত্ব ছাড়লেও এখনই অবসর যাচ্ছেন না ক্যাপ্টেন ফ্যানটাস্টিক, জাতীয় দলের হয়ে আরও খেলতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার নেতৃত্বেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল (প্রথম নকআউট পর্বে খেলা) এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
মাশরাফির নেতৃত্বে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলেই ম্যাশের নেতৃত্বে ৫০টি ম্যাচ জয়ের মাইলফলক পূর্ণ হবে।
এদিকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুটুমবামি, টিনোটেন্ডা মুটোমবোডজি, ডোনাল্ড টিরিপানো, ওয়েসলি মাধেভেরে, চার্লটন টিশুমা ও কার্ল মুম্বা।