জিম্বাবুয়ে
চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ঢাকার মাঠে শুক্রবারের এই ম্যাচে দলে এসেছে তিন পরিবর্তন। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে বিশ্রামে পাঠানো হয়েছে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
নয় মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে।
আরও পড়ুন: শেষ ২ ম্যাচে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
এদিকে বাজে ফর্ম নিয়ে লড়তে থাকা ডানহাতি ব্যাটার লিটন দাস অবশেষে বাদ পড়েছেন লাইনআপ থেকে। আগের ম্যাচে তার আউটটি ছিল বেশ প্রশ্নবোধক। পরপর তিনবার স্কুপ শট খেলার চেষ্টা শেষে লিটনের বোল্ড আউট হওয়া দেখে ক্রিকেটবোদ্ধাদের ভ্রু কুঁচকে গিয়েছিল।
তার জায়গায় ফিরছেন দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগা সৌম্য সরকার।
তবে চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
শুক্রবার ম্যাচ শুরুর আগে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসীম জাওয়াদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে বিসিবি।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
৬ মাস আগে
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
আগামী মে মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল এখানে আসবে জিম্বাবুয়ে দল।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে বাংলাদেশে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি চলতি বছর থেকে পিছিয়ে ২০২৫ সালে নির্ধারণ করতে সম্মত হয়েছে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২০১৮ সালের পর এই প্রথম দুই দলের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
৮ মাস আগে
ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান, বিজয়ী জিম্বাবুয়ের প্রতিষ্ঠানকে পররাষ্ট্রমন্ত্রীর অভিবাদন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার প্রদান করেন।
প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই পুরস্কারের বিজয়ী জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস-এর প্রতিনিধি মেলোডি যাম্বুকো’র হাতে এই পুরস্কারটি তুলে দেন।
বৈচিত্রময় সাংস্কৃতিক বহিঃপ্রকাশ সংক্রান্ত ইউনেস্কো ২০০৫ কনভেনশন-এর সাধারণ পরিষদের সভার উদ্বোধনী দিনের কার্যসূচির শেষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ইউনেস্কোর সংস্কৃতিবিষয়ক শীর্ষ কর্মকর্তা ও সহকারী মহাপরিচালক আর্নেস্তো অতোনে-সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, ইউনেস্কোতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধির পাশাপাশি সাধারণ পরিষদে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সস্থ বাংলাদেশের দূতাবাস-এর কূটনৈতিক উদ্যোগে এবং সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: সার্ক লেখক ও সাহিত্যিকদের ফাউন্ডেশন বঙ্গবন্ধুকে প্রদান করল সার্ক সাহিত্য পুরস্কার-২০২৩
পরবর্তীতে, ২০২১ সালে ইউনেস্কো সদর দপ্তরে অনুরূপ একটি আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রথম বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন।
দ্বি-বর্ষভিত্তিক এই পুরস্কারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্ভাবনী সাংস্কৃতিক উদ্যোগসমূহকে উৎসাহিত করা হয়।
শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একটি সদ্যস্বাধীন দেশের অর্থনৈতিক সক্ষমতা আনয়নে বঙ্গবন্ধু’র তারুণ্যনির্ভর উদ্ভাবনী অর্থনীতির যে রূপরেখা প্রণয়ন করেছিলেন তা উদ্ধৃত করেন।
এই পুরস্কার প্রদানের ফলে বাংলাদেশের জাতির পিতার অর্থনৈতিক মুক্তির দর্শনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী মহাপরিচালক আর্নেস্তো অতোনে তার শুভেচ্ছা বক্তব্যে এই পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে উদ্ভাবনী চর্চার গুরুত্ব তুলে ধরেন।
ইউনেস্কোর সংস্কৃতিবিষয়ক এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই পুরস্কার প্রদানের ফলে তরুণ সমাজ উদ্ভাবনী অর্থনীতির দর্শনকে ধারণ করবে এবং তা চর্চার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক নিয়ে উল্লেখযোগ্য প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ সাংবাদিকতা পুরস্কার
বিচারকমন্ডলীর সভাপতি ইলান স্টিফেনস জানান, এ বছর বিশ্বের ১৯টি দেশ হতে পুরস্কারের বিবেচনার জন্য মোট ৮৪টি প্রতিষ্ঠানের আবেদন জমা পড়ে, যার প্রতিটি অত্যন্ত আকর্ষণীয় ও অভিনব। তবে বিজয়ী প্রতিষ্ঠানকে তাদের উদ্ভাবনী চর্চা ও আন্তঃসাংস্কৃতিক সংযোগ স্থাপনে নারী ও তরুণদের সম্পৃক্ত করার জন্য পুরস্কার প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী পুরস্কারের স্মারক বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধির নিকট তুলে দেন। এ সময় ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বিজয়ীকে সনদপত্র প্রদান করেন।
পুরস্কার প্রদান শেষে ফ্রান্স-প্রবাসী বাংলাদেশের একটি ব্যান্ডদল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজনের শেষভাগে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিজয়ী প্রতিষ্ঠানের সম্মানে কূটনৈতিক রিসিপশন ও নৈশভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন: উদ্ভাবনে অবদানের জন্য দুইটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করল অপো
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রিসবেনের দ্য গাব্বাতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ নিয়মিত খেললেও এই প্রথম বিশ্বকাপে দুই দল মুখোমুখি হচ্ছে।
শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে। অপরদিকে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র এক রানে জিতে ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন করা হয়েছে। মেহেদি হাসান মিরাজের পরিবর্তে ইয়াসির আলী একাদশে অর্ন্তভুক্ত হয়েছেন।।জিম্বাবুয়ে একাদশেও একটি পরিবর্তন এসেছে। লুক জংওয়ের জায়গায় টেন্ডাই চাতারা আজ খেলছেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, ক্রেগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড নাগারভা, ব্র্যাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি
২ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর রবিবার ব্রিসবেনের গাব্বার মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ দল ইতোমধ্যেই ব্রিসবেন পৌঁছেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে এক রানের ব্যবধানে জয়ী জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
রবিবারের লড়াইয়ের পূর্বে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এখন দ্বিতীয় জয় দরকার। যা তাদের পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে।
প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টিতে বাংলাদেশ খেলার প্রতিটি বিভাগেই খারাপ পারফরমেন্সে ১০৪ রানের ব্যবধানে পরাজিত হয়। সেই বড় পরাজয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল দ. আফ্রিকা
তবে শ্রীধরন বলছেন, যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা ভাবছেন না।
তিনি শনিবার ম্যাচের পূর্বে বলেন, ‘বড় ব্যবধানে হার বা জিতের পরের দিন তা চলে যায়। আবার জেগে উঠতে হয়, যাত্রা করতে হয় ও খেলতে হয়। তাই আমাদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি।’
টুর্নামেন্টের পূর্বে বাংলাদেশের প্রধান চিন্তার মধ্যে একটি ছিল ওপেনিং ব্যাটিং। তবে শ্রীধরন বলছেন যে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার এখন পর্যন্ত যা করছেন তাতে তিনি খুশি। এবং তা নিয়ে তিনি কোনো উদ্বেগের কারণ দেখছেন না।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
তিনি বলেন, ‘আমরা একটি দল তৈরি করছি ও ছেলেদের আত্মবিশ্বাস তৈরি করছি, তারা জানে বিশ্ব ক্রিকেটে তারা কোথায় দাঁড়িয়েছে এবং তারা কোথায় যেতে চায়। আমরা ইতোমধ্যে একটি ভালো দলের ভিতে আছি। আমরা যদি আরও কিছু দক্ষতা যোগ করতে পারি, আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য খুব ভালো টি-টোয়েন্টি দল গড়ে তুলতে পারব।’
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
২ বছর আগে
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের
দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত।
শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৫.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।
জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস ৪২ এবং রায়ান বার্ল অপরাজিত ৩৯ রান করেন। ভারতের পক্ষে পেসার শার্দুল ঠাকুর ৩৮ রানে তিন উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক কেএল রাহুলকে হারায় ভারত। এরপর অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল দুজনেই ৩৩ রান করে করেন।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৩৯ বলে অপরাজিত ৪৩ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছিল ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
একই মাঠে সোমবার দু’দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
পড়ুন: সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরামকে টি-টোয়েন্টি দলের পরামর্শক নিয়োগ
নাঈমের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজে জয় পেল বাংলাদেশ
২ বছর আগে
৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় জিম্বাবুয়ের
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে রবিবার হারারেতে জিম্বাবুয়েকে ঐতিহাসিক সিরিজ উপহার দিলেন সিকান্দার রাজা।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে শেষ ওয়ানডে সিরিজ জয় করেছিল ২০১৩ সালে। দীর্ঘ নয় বছর অপেক্ষার পর, তারা আবারও বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ জিতল এক ম্যাচ হাতে রেখেই।
রবিবারের ম্যাচে দ্বিতীয়বার টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৮০ রানে ৯ উইকেটে ২৯০ রান তোলে তারা।
সফরকারীরা ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা তাদের ইনিংসের শুরুটা ভালো করেও ধরে রাখতে পারেনি।
বাংলাদেশের ২৯০ রানের জবাবে জিম্বাবুয়ে ২৭ রানে তিন উইকেট হারিয়েছে। তাদের প্রথম তিন উইকেটের মধ্যে দুটি নিয়েছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ যিনি এই সিরিজে প্রথম ম্যাচ খেলছিলেন।
চতুর্থ উইকেটে জিম্বাবুয়ে যোগ করে ২২ রান। চতুর্থ উইকেট নেন তাইজুল ইসলাম। এই সিরিজে প্রথম ম্যাচ খেলেন এই বাঁহাতি স্পিনার।
দর্শকদের জোড়া শতক উপহার দিয়েছে রাজা ও চাকাভা। রাজা সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন যা জিম্বাবুয়েকে ৯ বছরের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম জয়ের পথ সুগম করতে সাহায্য করেছে। এই সেঞ্চুরিই ৩০০ রানের বেশি রান তাড়া করে বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম জয় ছিনিয়ে আনে।
স্বাগতিকরা ম্যাচটি শেষ করে পাঁচ উইকেটে ২৯১ রান করে।
বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।
ম্যাচের পর চাকাভা বলেন, ‘সিরিজ জয় একটি বিশাল অর্জন। আমরা ভালো ক্রিকেট খেলছি। সিরিজ জিতে সত্যিই ভালো লাগছে। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছি। কোচ আমাকে এটাকে গভীরভাবে নিতে বলেছেন এবং আমি ইতিবাচক ব্যাটিং করেছি। আমাদের আবার ভালো ক্রিকেট খেলতে হবে, শেষ ম্যাচেও আমরা জিততে চাই।’
এর আগে, ভালো সূচনা হলেও বাংলাদেশ ৯ উইকেটে ২৯০ রানে শেষ করে। টাইগাররা তাদের ইনিংসের ভালো সূচনা নিশ্চিত করার পর মাঝের ওভারে কয়েকজন ব্যাটসম্যান আউট না হলে আরও কিছু রান করতে পারত।
তামিম ইকবাল ও এনামুল হক ১০.৬ ওভারে ৭১ রান করে দ্রুত শুরু করেন। তামিম ৪৫ বলে ৫০ রান করে আউট হন।
পরের তিন ব্যাটসম্যান এনামুল (২০), নাজমুল হোসেন শান্ত (৩৮) ও মুশফিকুর রহিম (২৫)- ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।
পড়ুন: ২য় ওয়ানডে: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২ বছর আগে
২য় ওয়ানডে: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ৩০৩ রান তাড়া করে জিতেছে জিম্বাবুয়ে। আজ জিতলে সিরিজও নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা।
বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
জিম্বাবুয়ে তাদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে।
সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেট রক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ
জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেট রক্ষক/অধিনায়ক), টনি মুনিওঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা চিভাঙ্গা
পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল জিম্বাবুয়ে
২ বছর আগে
প্রথম ওয়ানডে: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল জিম্বাবুয়ে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্য পাঁচ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৯ বছর বা ১৯ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে। এর আগে সর্বশেষ ২০১৩ সালে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল তারা। এছাড়া এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ৩০০ বা তার বেশি রান তাড়া করে ওয়ানডে জিতল জিম্বাবুয়ে।
চাপের মুখে সিকান্দার রাজা তার চতুর্থ ওয়ানডে শতরান করেন। ১০৯ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১৩৫ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। রাজার সাথে ইনোসেন্ট কাইয়াও তার প্রথম শতক তুলে নেন।
বাংলাদেশের ৩০৩ রানের জবাবে জিম্বাবুয়ে শুরুতেই দুটি উইকেট হারিয়ে ফেলে। তবে রানের চাকা সচল রাখেন স্বাগতিকদের ব্যাটাররা। তৃতীয় উইকেটে ওয়েসলি মাধভেরে এবং ইনোসেন্ট ৬০ রান যোগ করেন।
শুরুর বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেট জুটিতে রাজা ও ইনোসেন্ট স্কোর বোর্ডে ১৯২ রান যোগ করেন। এক দিনের ম্যাচে এটি জিম্বাবুয়ের তৃতীয় সর্বোচ্চ জুটি এবং বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ ওয়ানডে জুটি।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।
এর আগে দুই ওপেনার তামিম ইকবাল (৬২), লিটন দাস (৮১), দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা এনামুল হক (৭৩) এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিমের (৫২) অর্ধশতকে স্বাগতিকদের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ।
তামিম ও লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করা এনামুল ফিফটি করেছেন। তিনি ৬৩ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন।
ব্যক্তিগত ৮১ রানের সময় সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লিটন। পরে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর তিনিও ওয়ানডেতে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ করে অপরাজিত ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। অপরদিকে মাহমুদউল্লাহও ১২ বলে ২০ করে অপরাজিত ছিলেন।
আজকের ম্যাচে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে ছিলেন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯টি ওয়ানডের সব ক’টিতেই জিতেছিল বাংলাদেশ। এছাড়া টাইগাররা দেশে ও বিদেশে তাদের শেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টি জিতেছে।
তবে এই পরিসংখ্যান জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো শুরু করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন ধরে ওয়ানডে না জেতার খরা অবশেষে ভাঙল স্বাগতিকরা।
হারের পর বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, ‘আমি মনে করি না স্কোর বোর্ডে আমাদের যথেষ্ট রান ছিল। ‘আমরা আরও কিছু রান করতে পারতাম, বোর্ডে ১৫-২০ রান কম করেছি। আমরা জানতাম প্রথম ১০-১৫ ওভারে টেস্ট ম্যাচের মতো ব্যাট করতে হবে।’
হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের ওপেনার লিটনকে। ৮১ রানে তিনি মাঠ না ছাড়লে বাংলাদেশ স্কোর বোর্ডে আরও কিছু রান পেতে পারতো।
ম্যাচের পর অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন এই ব্যাটার সিরিজের বাকি ম্যাচে অংশ নিতে পারবেন না। একই ভেন্যুতে ৭ ও ১০ আগস্ট শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ের অধিনায়ক রেজিস চাকাভা ব্যাট হাতে অসামান্য অবদানের জন্য রাজা এবং ইনোসেন্টের প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘শুরুতে উইকেট হারানোর পর তারা যেভাবে খেলেছে, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। কোনো উইকেট না পাওয়া সত্ত্বেও আমরা প্রথম ২০ ওভারে খুশি ছিলাম, আমাদের ধারণা ছিল যে তারা ২০-৩০ কম করেছে।’
আরও পড়ুন: চার অর্ধশতকে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
২ বছর আগে
চার অর্ধশতকে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তামিম ইকবাল (৬২), লিটন দাস (৮১), দুই বছর পর ওয়ানডে দলে ফেরা এনামুল হক (৭৩) এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিমের (৫২) অর্ধশতকে স্বাগতিকদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম ও লিটন ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করা এনামুল ফিফটি করেছেন। তিনি ৬৩ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন।
ব্যক্তিগত ৮১ রানের সময় সিঙ্গেল নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লিটন। পরে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন পর তিনিও ওয়ানডেতে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ করে অপরাজিত ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। অপরদিকে মাহমুদউল্লাহও ১২ বলে ২০ করে অপরাজিত ছিলেন।
আজকের ম্যাচে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের রয়েছে-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯টি ওয়ানডের সব ক’টিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া টাইগাররা দেশে ও বিদেশে তাদের শেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টি জিতেছে।
তবে এই ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে।ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল হলেও দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে হলে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
২ বছর আগে