ওপেনার আশিকুর রহমান শিবলীর অসাধারণ সেঞ্চুরিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
২০১২, ২০১৬ ও ২০১৮ সালে তিনবার ফাইনাল খেলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা থেকে বঞ্চিত হওয়ার পর এশিয়ান লেভেল ক্রিকেটে এটি বাংলাদেশ দলের প্রথম শিরোপা।
এর আগে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল ২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে 'আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কার জিতলেন নাহিদা আক্তার
'বি' গ্রুপের উদ্বোধনী ম্যাচে ৬১ রানে জয়ের পর টুর্নামেন্টে দুইবার সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে ফাইনালে উঠে বাংলাদেশ।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা টুর্নামেন্টের মান অনুযায়ী একটি বড় স্কোর।
১৪ রানে ওপেনার জিসান আলমের বিদায়ের পর আশিকুর ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটি গড়েন, এরপর রিজওয়ান ৭১ বলে চার চার ও একটি ছক্কাসহ ৬০ রান করেন।
গ্রুপ 'বি'র শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৬ রান করা ওপেনিং ব্যাটসম্যান-কাম-উইকেটরক্ষক আশিকুর আবারও ১৪৯ বলে ১২ টি চার ও একটি ছক্কা মেরে ১২৯ রান করেন।
পরে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি।
চার নম্বরে ব্যাট করতে নেমে আরিফুল ইসলাম ৪০ বলে মাত্র ৫০ রান করে হাফ সেঞ্চুরি করেন এবং অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১১ বলে ২১ রান করে দুটি চার ও একটি ছক্কা হাঁকান।
বাংলাদেশের পক্ষে আয়মান আহমেদ ৫২ রানে ৪টি, ধ্রুব পরাশর ও হার্দিক পাল একটি করে উইকেট নেন।
২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় এবং অপমানজনক পরাজয়ের মুখোমুখি হয়।
ধ্রুব পরাশর ৪০ বলে দুটি বাউন্ডারিসহ দলের সর্বোচ্চ ও অপরাজিত ২৫ রানের অবদান রাখেন এবং ওপেনার অক্ষত রাই ২২ বলে ১১ রান করেন।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে রুহানিত দৌলা বোরশান ২৬ ও মারুফ মৃধা ২৯ রান দিয়ে তিনটি করে উইকেট নেন এবং শেখ পারভেজ জীবন ৭ ও ইকবাল হোসেন ইমন ১৫ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
দলকে উৎসাহ দিতে দুবাই স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক বাংলাদেশ সমর্থক।
এর আগে, বাংলাদেশ তাদের বিশাল প্রতিবেশী ভারতকে ৪১ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। এদিকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালিস্ট হিসেবে আবির্ভূত হয়।
'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, গ্রুপ রানার্সআপ হয়ে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
অন্যদিকে, পাকিস্তান পুরো ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারত চার পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
'বি' গ্রুপে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে পরাজিত করে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে জাপানকে ২৩২ বল বাকি থাকতেই ৯ উইকেটে পরাজিত করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করে বাংলাদেশ।
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর