ধর্মশালায় চলমান ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রয়োজনীয় ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের।
ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের হারের পাশাপাশি এই জরিমানা বাংলাদেশ দলের জন্য বাড়তি চাপ হিসেবেই দেখা হচ্ছে।
সাকিব আল হাসানের দল নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় এমিরেটস আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জাভাগাল শ্রীনাথ এই জরিমানা করেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: মালানের সেঞ্চুরি বাংলাদেশি বোলারদের চাপে ফেলেছে
আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট স্টাফের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বল না করা হলে খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা হতে পারে।
বাংলাদেশ অধিনায়ক সাকিব অপরাধ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানি অপ্রয়োজনীয় হয়ে পড়ে।
থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার সহায়তায় অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন এই অভিযোগ করেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ