আইসিসি বিশ্বকাপের-২০২৩ আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
আহমেদাবাদে হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের বিধ্বংসী বোলিংয়ে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।
পাকিস্তান আশাব্যঞ্জক সূচনা করলেও পরবর্তীতে তারা উল্লেখযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে বিফল হয়।
মোহাম্মদ সিরাজের বলে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক।
তবে আব্দুল্লাহ শফিককে মাত্র ২০ রানে আউট করে সাফল্য এনে দেন সিরাজ।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান
তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ৮২ রান যোগ করলেও, বাবর আউট হওয়ার পর সিরাজের হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে।
দুই উইকেটে ১৫৫ রানের অবস্থান থেকে পাকিস্তান মুহূর্তেই সবগুলো উইকেট হারিয়ে ১৯১ রানে তাদের ইনিংস শেষ করে।
ভারতের প্রথম পাঁচ বোলার প্রত্যেকেই দুটি করে উইকেট পান।
বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান সাতটি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে, কিন্তু এখনও একটিতেও জয় পায়নি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া