আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বোলারদের তালিকায় সেরা দশে জায়গা পেয়েছেন টাইগারদের দুই বোলার।
বুধবার সর্বশেষ তথ্যে আইসিসি জানায়, তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন ৬৯৪ রেটিং পাওয়া অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এর আগে তিনি ছিলেন ১৩ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ
এছাড়া, ৬৫৮ রেটিং নিয়ে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
র্যাংকিংয়ে শীর্ষ তিনে নিজেদের অবস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৭২২), আফগানিস্তানের মুজিব উর রহমান (৭০৮) এবং ভারতের জসপ্রিত বুমরাহ (৭০০)।
মিরাজ ও মোস্তাফিজের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের আরও পাঁচ খেলোয়াড়ের।
বল হাতে অলরাউন্ডার সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে ৪২০ পয়েন্ট নিয়ে বর্তমানে র্যাংকিংয়ের অবস্থান করছেন ১৩ নম্বরে আর মোহাম্মদ সাইফউদ্দিন আছেন ৪৩ নম্বরে।
উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে আরও পয়েন্ট বাড়াতে চায় বাংলাদেশ
ব্যাটিংয়ের ক্ষেত্রে তালিকায় তামিম ইকবাল ২২ নম্বরে, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ নম্বরে এবং মুশফিকুর রহিম ১৫ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্বে দেবেন নুরুল হাসান