বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ইউএনবিকে বলেন, ‘তাসকিনের হাতে দুটি সেলাই লাগলেও ক্ষতটা অতো বেশি না। সফরকারীদের বিপক্ষে ওয়ানডেতে তিনি খেলতে পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
আরও পড়ুন: ‘দুর্বল’ ক্যারিবীয়দের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ
আগামী ২০ জানুয়ারি শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু হবে। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে চোট থেকে সেরে উঠার জন্য এক সপ্তাহ সময় পাবেন তাসকিন।
মঙ্গলবার দুপুরে দেবাশীষ ইউএনবিকে বলেন, ‘সোমবার বাম হাতে আঘাত পেয়েছিলেন তাসকিন। কাটাটি খুব বেশি গভীর ছিল না, আমি মনে করি ওয়ানডে সিরিজে খেলতে তার কোনো সমস্যা হবে না।’
আরও পড়ুন: মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
তাসকিনও আসন্ন সিরিজে নিজের অ্যাকশনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্তি করে ইউএনবিকে মঙ্গলবার বলেন, ‘দুটি ছোট ছোট সেলাই লেগেছে। আমি মনে করি সামনে যে কদিন আছে এর মধ্যে বোলিংয়ে ফিরে যেতে কোনো সমস্যা হবে না।’
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ডানহাতি পেসার তাসকিন। তার পর থেকে বেশ কয়েকবার ইনজুরিতে পড়ার কারণে বাংলাদেশ ওয়ানডে দলে ফিরতে তার দেরি হয়েছে।
আরও পড়ুন: মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
তাসকিন আহমেদ এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ উইকেট এবং দুটি ম্যাচে চারটি করে উইকেট নিয়ে মোট ৪৫ উইকেট শিকার করেছেন। এছাড়াও পাঁচটি টেস্ট এবং ১৯টি টি-টোয়েন্টিতে টাইগার দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।