তবে, এখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসর না নেয়া মাশরাফি বিন মুর্তজার এই সিরিজে দলে জায়গা হবে না বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
গত বছরের গোড়ার দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের অধিনায়ক ছিলেন মাশরাফি। ওই সিরিজের শেষ ম্যাচে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি এবং পরে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
আরও পড়ুন: সেই মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং
অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ালেও একজন ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি।
সম্প্রতি এক টিভি সাক্ষাত্কারে বিসিবি প্রধান নাজমুল বলেন, জাতীয় দলে তার জায়গা করে নেয়ার সুযোগ সামান্যই আছে।
আরও পড়ুন: মাশরাফির টি-২০ টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা
ফিটনেসে ফিরতে ১০ কেজি ওজন কমাতে হবে মাশরাফিকে
নাজমুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা যদি তার ফিটনেসটিকে বেছে নেই, তবে তার নির্বাচিত হওয়ার খুব কম সুযোগ রয়েছে। তবে মাশরাফি চ্যালেঞ্জ নিতেও ভালোবাসেন। সুতরাং আপনি এখনই বলতে পারবেন না (তিনি দলে কোনো জায়গা করে নিতে পারবেন কি না)।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই খেলোয়াড় হিসেবে ভবিষ্যত নিয়ে মাশরাফি দ্বিধান্বিত। অধিনায়ক হিসেবে পদত্যাগের দিন পর্যন্ত তিনি ঠিক ছিলেন। তবে তার পর থেকে দ্বিধার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি এখনও বিভ্রান্ত আছেন। তাই, আমি মনে করি তার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।’
আরও পড়ুন: নারী ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
আগামী ১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে তাদের আন্তস্কোয়াড অনুশীলনে অংশ নিতে দেয়া হবে। তার মধ্যে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।
সিরিজের প্রথম দুটি ওয়ানডে খেলা ঢাকায়, তৃতীয় ওয়ানডে ও সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামে এবং পরে উভয় দলই দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরে আসবে।