আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরকালে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ক্যারিবীয়দের। এই দুটি টেস্ট ম্যাচ আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
তবে ঢাকায় আসার পর অনুশীলনে নামার আগে সাতদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। তার মধ্যে প্রথম তিনদিনের রুম কোয়ারেন্টিন এবং পরবর্তী চার দিনে শুধু আন্ত স্কোয়াড অনুশীলন করতে পারবেন তারা।
সফরসূচি নিশ্চিত হওয়ার আগে বাংলাদেশে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সিরিজ আয়োজন নিয়ে বাংলাদেশের ব্যবস্থা নিয়ে সন্তুষ্ঠির কথাও জানিয়েছিল প্রতিনিধি দলটি।
আরও পড়ুন:আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
পরবর্তীতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড সফর নিশ্চিত করলেও খেলতে যাবে কি না সে ব্যাপারে ক্রিকেটারদের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয় তারা। এতে করে নিয়মিত একাদশে খেলা ১২ জন শীর্ষ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে এক দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে তারা।
এ প্রসঙ্গে হাবিবুল সাংবাদিকদের বলেন, ‘একটু দুঃখ লাগল… করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু আমার যুক্তি হলো, ওরা সব জায়গায় খেলছে, আমরা বাংলাদেশে অন্যান্য জায়গার চেয়ে কভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি।’
আরও পড়ুন: আবুধাবি টি১০ লিগে দল পেয়েছেন বাংলাদেশি ৬ ক্রিকেটার
করোনার মধ্যেও দেশে দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব জায়গায়ই তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কভিডের সমস্যা হয়, এই যুক্তিটা বুঝে ওঠা কঠিন।’