বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার জানিয়েছেন, আকরাম খান আপাতত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন।
পাপন বলেন, আকরাম বলেননি যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আকরাম বলেছে আমার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ক্রিকেট পরিচালনা কমিটিতে অনেক কাজ আছে এবং তাকে অন্য কোনো পদে নিয়োগ দিলে তার কোনো আপত্তি নেই।
একদিন আগে আকরামের স্ত্রী জানিয়েছেন, আকরাম বিসিবি পদ থেকে পদত্যাগ করতে চলেছেন যাতে তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
তবে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন, তিনি আশা করছেন নাজমুল বিসিবিতে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে কেন হঠাৎ করে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বোর্ডের সভাপতির প্রয়োজন হল তা তিনি বিস্তারিত বলেননি।
পাপন বলেন, আমরা ২৪ ডিসেম্বর নতুন কমিটি গঠন করব এবং আকরাম ক্রিকেট পরিচালনা প্রধান হিসেবে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। বর্তমানে,তিনি অন্তর্বর্তী ভিত্তিতে এই কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন: করোনা নেগেটিভ হলেন ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার
বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরাজয়ের পর বোর্ড আকরামকে নানাভাবে উপেক্ষা করছিল।
তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ঘরের মাঠে পাকিস্তান সিরিজের আগে দল কখন প্রস্তুতি শুরু করেছে তাকে ভালোভাবে জানানো হয়নি। বিসিবি যখন মোহাম্মদ সালাহউদ্দিনকে বিসিবিতে সহকারী কোচের দায়িত্ব নিতে বলেছিল তখনও তার সঙ্গে পরামর্শ করা হয়নি। এই বিষয়গুলোই হয়তো আকরামের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে।