চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে বলা হয়েছে বাংলাদেশকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এবাদত হোসেন, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর জায়গায় দলে এসেছেন আফিফ হোসেন, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
ইনজুরির শঙ্কা সত্ত্বেও প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, তিনি শতভাগ ফিট নন, তবে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলবেন।
জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান এবং এখন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে দলটি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি ও সেলিম সাফি