দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরে রবিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এর আগে গ্রুপ পর্বের খেলায় একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।
আরও পড়ুন: এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, এই ম্যাচে তারা ইতিবাচকভাবে খেলতে যাচ্ছে।
এদিকে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়া, দিপক হুদা ও তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয় একাদশে জায়গা পেয়েছেন।
আরও পড়ুন:
ভারতের একাদশ: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, দিপক হুদা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, রবি বিষ্ণয়।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।