বোলিং
বোলিংয়ের দিকটি ছিল ইতিবাচক, বললেন তাসকিন
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসার পর দলের বোলিং পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন পেসার তাসকিন আহমেদ।
প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিপক্ষে দুটিসহ সাত ম্যাচে তিন জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান প্রশংসনীয় বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন।
পারফরম্যান্সে নজিরবিহীন খারাপ করার কথা উল্লেখ করে ব্যাটিং চেষ্টাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকার করেছেন তাসকিন।
ঢাকায় ফিরে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে পরিস্থিতি ব্যাটসম্যানদের অনুকূলে ছিল না।’ তিনি বলেন, ‘পরিসংখ্যান বলছে, শীর্ষ দলগুলোও চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বোলারদের একটি স্বতন্ত্র সুবিধা ছিল।’
তিনি বোলিং ইউনিটের সাফল্যের জন্য সময়ের সঙ্গে ধারাবাহিক প্রচেষ্টাকে তুলে ধরেছেন।
আরও পড়ুন: দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির হানা, পণ্ড হলেই ফাইনালে ভারত
বাংলাদেশের জন্য সর্বনিম্ন পয়েন্টটি সুপার এইটে এসেছিল। যেখানে তারা আফগানিস্তানের বিপক্ষে প্রয়োজনীয় মোট রান তুলতে ব্যর্থ হন। এর ফলে ঐতিহাসিক সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করে ফেলেন। ৭৩ বলে মাত্র ১১৬ রান সংগ্রহা করার প্রয়োজন থাকলেও হোঁচট খায় বাংলাদেশ।
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানরা পুরো ইভেন্টে কাঙ্ক্ষিত সাফল্য পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন। এটি বিরল ছিল- সব ব্যাটসম্যান একইভাবে তাদের ফর্ম হারায়। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপে দলের পারফরম্যান্স ভুলে যেতে পারে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতেই উইকেট হারানোর পর দলের কৌশলগত পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
তারা সেমিফাইনালে জায়গা করে নেওয়ার আশা ছেড়ে দেওয়ায় ম্যাচ জেতার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
আরও পড়ুন: সেমির দৌড়ে ১১৬ রানের লক্ষ্যে সমীকরণ মেলাতে হচ্ছে টাইগারদের
৫ মাস আগে
প্রোটিয়া বোলিং তাণ্ডবে লন্ডভন্ড শ্রীলঙ্কা
পিচ বিশ্লেষকদের দাবি ছিল স্লো উইকেট। তবে গতির বাজিতে শ্রীলঙ্কার ব্যাটারদের মাত করেছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। তাদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন হাসারাঙ্গা অ্যান্ড কোং।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রোটিয়া বোলিং তাণ্ডবে মাত্র ৭৭ রানেই অলআউট হয়ে গেছে তারা। ফলে ৭৮ রানের লক্ষ্য পেয়েছে দক্ষিণ আফ্রিকার।
এদিন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি।
ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বোলারদের দানবীয় গতি সামলে রান বের করতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এরই মধ্যে চতুর্থ ওভারে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অটনিয়েল বার্টম্যানের হাতে বল তুলে দেন মার্করাম। ক্যারিয়ারের প্রথম বলেই সাফ্যলের দেখা পান তিনি।
বার্টম্যানের প্রথম ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়ে বল সীমানা ছাড়া করতে চেয়েছিলেন নিশাঙ্কা। তবে উপরের কানায় লেগে তা ডিপ থার্ড ম্যান অঞ্চলে চলে যায়। সেখান থেকে বলটি তালুবন্দি করেন ক্লাসেন। নিশাঙ্কা ৮ বল মোকাবিলা করে ৩ রান করে ফিরলে ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর শ্রীলঙ্কার ব্যাটাররা উইকেটে কিছুক্ষণ থিতু হলেও অষ্টম ওভারের শেষ বলে নিজের প্রথম ওভারে সাফল্যের দেখা পান নর্টকিয়াও। প্যাডের দিকে আসা ডেলিভারিটি ঘুরিয়ে স্কয়ার অঞ্চল দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় রিজা হেনড্রিকসের হাতে ধরা পড়েন কামিন্দু মেন্ডিস।
আরও পড়ুন: যেসব ভেন্যুতে আয়োজিত হচ্ছে ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হাসারাঙ্গা ও সামারাবিক্রমাকে যথাক্রমে স্ট্যাম্পড ও বোল্ড করে শ্রীলঙ্কার টপ অর্ডার প্যাভিলিয়নে পাঠান কেশব মহারাজ। মাঝখানে এক ওভার গেলে দশম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসের উইকেট নেন ট্রিস্টান স্টাবস। দুই বল পরে আসালঙ্কাকে ফেরান নর্টকিয়া।
মাত্র ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে চোখে সর্ষের ফুল দেখা শুরু করেন লঙ্কান ব্যাটাররা। তবে আক্রমণের ধার কমাননি মার্করাম।
এরপর দলীয় ৬৮ রানে দাসুন শানাকা ও ৭০ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজঘরে ফিরলে ইনিংসের সমাপ্তি টানা ছিল সময়ের ব্যাপার মাত্র। পরে দুই ওভারে এক রান নেওয়ার পর আউট হন থিকশানাও। শেষ ওভারের প্রথম বলে নুয়ান তুশারা রান আউট হলে ৭৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
দলের হয়ে কুশল মেন্ডিসের ১৯ রানের ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ। তিনি ছাড়া আর দুজন কেবল নিজেদের রান দুই অঙ্কে নিতে পেরেছেন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন নর্টকিয়া। কেশব মহারাজ ও কাগিসো রাবাদা নিয়েছেন দুই করে উইকেট।
একইসঙ্গে অভিষিক্ত বার্টম্যানের কথা না বললেই নয়। প্রোটিয়াদের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই উইকেট নেয়া এই বোলার চার ওভারে একটি মেইডেনসহ মাত্র ৯ রান খরচ করেছেন।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
৬ মাস আগে
দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অফস্পিনার মহেশ থিকশানার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
এদিকে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশে।
এছাড়া সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২২ মার্চ থেকে সিলেটে এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা:
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
আরও পড়ুন: মারা গেলেন নারী ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া সুলতানা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৯ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ
কলকাতায় শনিবারের (২৮ অক্টোবর) ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
ম্যাচটিকে ঘিরে বিশ্বকাপ উত্তেজনা বিরাজ করছে 'সিটি অব জয়' খ্যাত কলকাতায়। বাংলাদেশের দু’টিসহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহরে। পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে বাংলাদেশ। টাইগারদের একমাত্র জয় আসে আফগানিস্তানের বিপক্ষে। তারা পরবর্তী ম্যাচগুলোয় জয় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ম্যাচে হাসান মাহমুদ ও নাসুম আহমেদকে বিশ্রামে রেখে তাসকিন আহমেদ ও মাহেদী হাসানকে একাদশে জায়গা দিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
অন্যদিকে নেদারল্যান্ডসও ৫টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র জয় নিশ্চিত করেছে। বিশ্বকাপে তারা তাদের দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছে, যা এই ম্যাচকে টাইগারদের জন্য চ্যালেঞ্জিং করে তুলবে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড
আইসিসি বিশ্বকাপ ২০২৩: বৃহস্পতিবার রাতে কলকাতায় স্কোয়াডে যোগ দেবেন সাকিব
১ বছর আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে নেদারল্যান্ডস
নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার (৯ অক্টোবর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
গত সপ্তাহে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
ইনজুরিতে থাকা উইলিয়ামসনের অনুপস্থিতিতে আবারও দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ইনজুরি থেকে ফিরে জেমস নিশামের পরিবর্তে নিউজিল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচ লাইভ
সাকিব জুলফিকার ও ইনজুরিতে পড়া লোগান ভ্যান বিকের জায়গায় অলরাউন্ডার সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ফাস্ট বোলার রায়ান ক্লেইনকে দলে নিয়েছে নেদারল্যান্ডস।
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের আক্রমণাত্মক অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলাররা আধিপত্য বিস্তার করে।
শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উইলিয়ামসনের অনুপস্থিতিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স দিয়ে ব্ল্যাক ক্যাপসের হয়ে উঠে এসেছেন রবীন্দ্র।
কনওয়ে ১৫২ ও রবীন্দ্র ১২৩ রান করলে ২০১৯ সালের ফাইনালে সংক্ষিপ্ত ফলাফলের প্রতিশোধ নিতে ইংল্যান্ডের গতি ও স্পিনের বিপক্ষে রেকর্ড ২৭৩ রানের জুটি গড়েন বাঁহাতিরা।
নেদারল্যান্ডস তাদের উদ্বোধনী খেলায় পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে পরাজিত হওয়ার আগে কিছুটা জ্বলে উঠেছিল। হারিস রউফ ও শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে বাস ডি লিডের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স বৃথা যায়।
ডি লিড তার মাঝারি ফাস্ট বোলিংয়ে চারটি উইকেট নিয়েছিলেন এবং তারপরে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের আত্মসমর্পণের আগে ৬৭ রান করেছিলেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের
১ বছর আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে বাংলাদেশ
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে বল করছে বাংলাদেশ।
দলে জায়গা পাননি নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার খালেদ আহমেদের। এছাড়া দলে ফিরেছেন হাসান মাহমুদ।
প্রতিকূল আবহাওয়ার কারণে সিরিজের প্রথম ম্যাচটি ফল ছাড়াই শেষ হয়েছে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।
আরও পড়ুন: আইসিসির দুর্নীতির অভিযোগে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির হোসেন
আজকের ম্যাচে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড বিনা উইকেটে ২ ওভারে ১০ রান করেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট
আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে কমিয়ে ৪২ ওভার করা হয়েছে
১ বছর আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টসের পরপরই বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয়, ফলে মাঠকর্মীরা মাঠ ঢেকে ফেলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সূর্যের দেখা মিললে কভারগুলো সরিয়ে ফেলা হয়।
এই সিরিজে অনুপস্থিত বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
এই ম্যাচে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের কেউই এশিয়া কাপে দলে ছিলেন না।
আরও পড়ুন: বাংলাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক
এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন লকি ফার্গুসন।
সিরিজটি বাংলাদেশের জন্য তাদের বিশ্বকাপ লাইন-আপকে আরও সুন্দর করার সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে মাহমুদুল্লাহ ও সৌম্য’র জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আসন্ন বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার ৩ বলে বিনা উইকেটে নিউজিল্যান্ড করেছে ৯ রান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের অনলাইন টিকিট কিভাবে কিনবেন
এশিয়া কাপ ফাইনাল: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জয়ী ভারত
১ বছর আগে
তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এছাড়া প্রথম দুই ম্যাচে টানা দুই পরাজয়ের মধ্যদিয়ে সিরিজ হারলেও, সফরকারীরা ভালো অভিজ্ঞতা নিয়ে সিরিজ শেষ করতে চায়।
বাংলাদেশ তার আজকের একাদশে দুটি পরিবর্তন করেছে।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় অভিষেক হওয়া তানভীর ইসলাম ও শামীম হোসেনকে আনা হয়েছে।
আফিফ ফর্মের জন্য লড়াই করছেন এবং ইংল্যঅন্ডের বিপক্ষে সিরিজের পাঁচটি ইনিংসে সর্বোচ্চ ২৩ রান করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তানভীর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। সেসময় ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশ-লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড একাদশ-ফিলিপ সল্ট, ডেভিড ম্যালান, মঈন আলী, জস বাটলার, বেন ডাকেট, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জফরা আর্চার।
আরও পড়ুন: শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: ভারতের বিপক্ষে টাইগারদের বল করার সিদ্ধান্ত
অ্যাডিলেডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। সৌম্য সরকারের পরিবর্তে মাঠে নামছে শরিফুল ইসলাম।
বাঁহাতি সৌম্য পূর্বের তিনটি ম্যাচ খেললেও নিজেদের দক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। তিনি শুরুটা ভালো করলেও তা ভর করে ভালো করতে পারেননি।
বাঁহাতি পেসার শরিফুল এখন পর্যন্ত ২৮ টি-টোয়েন্টি খেলেছেন এবং ৩২ উইকেট পেয়েছেন।
এই প্রথম অ্যাডিলেডে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম ভারত লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভ করে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।
আজ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত।
এই ম্যাচের আগে, বাংলাদেশ ও ভারত ১১ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়। যার মাত্র একটিতে বাংলাদেশ জয়ের স্বাদ নেয়।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
ভারতের একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে হারাতে পারলে তা হবে ‘অঘটন’: সাকিব
২ বছর আগে
এশিয়া কাপ: টস জিতে বোলিংয়ে পাকিস্তান
দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরে রবিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এর আগে গ্রুপ পর্বের খেলায় একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।
আরও পড়ুন: এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, এই ম্যাচে তারা ইতিবাচকভাবে খেলতে যাচ্ছে।
এদিকে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়া, দিপক হুদা ও তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয় একাদশে জায়গা পেয়েছেন।
আরও পড়ুন:
ভারতের একাদশ: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, দিপক হুদা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, রবি বিষ্ণয়।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকারের এক শব্দের টুইট ‘ক্রিকেট’
২ বছর আগে